প্রধানমন্ত্রীর অভিষেকের দিনেই প্রতিবাদ, থেরিজার মুখোশ পরে বিক্ষোভ, দাবি নির্বাচনের

অভিনব প্রতিবাদ। নয়া প্রধানমন্ত্রীর অভিষেকের দিনেই। থেরিজার মুখোশ পরে বিক্ষোভে সামিল বেশ কিছু মানুষ। প্রতিবাদটা তো আসলে থেরিজার বিরুদ্ধে। কেউ কেউ আবার দাবি তুললেন অকাল সাধারণ নির্বাচনেরও। 

Updated By: Jul 14, 2016, 09:01 AM IST
প্রধানমন্ত্রীর অভিষেকের দিনেই প্রতিবাদ, থেরিজার মুখোশ পরে বিক্ষোভ, দাবি নির্বাচনের

ব্যুরো: অভিনব প্রতিবাদ। নয়া প্রধানমন্ত্রীর অভিষেকের দিনেই। থেরিজার মুখোশ পরে বিক্ষোভে সামিল বেশ কিছু মানুষ। প্রতিবাদটা তো আসলে থেরিজার বিরুদ্ধে। কেউ কেউ আবার দাবি তুললেন অকাল সাধারণ নির্বাচনেরও। 

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ ক্যামেরনের

এ এক অভিনব প্রতিবাদ। প্রতিবাদে সুর আছে, তাল আছে, ছন্দ আছে। বিক্ষোভকারীরা মুখও ঢেকে নিয়েছেন। থেরিজা সেজেছেন বিক্ষোভকারীরা। থেরিজা মে, মানে ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী। বুধবারই যাঁকে ডেকে ব্রিটেনে প্রধানমন্ত্রীর সিংহাসনে বসিয়েছেন রানি এলিজাবেথ। তাঁর মতোই সেজেছেন বিক্ষোভকারীরা। আসলে এ প্রতিবাদ তো থেরিজার বিরুদ্ধেই। 

মার্গারেট থ্যাচারের পর ব্রিটেনের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী থেরিজা মে

কেউ কেউ আবার দাবি তুললেন অকাল সাধারণ নির্বাচনেরও। দশ নম্বর ডাউনিং স্ট্রিট। এই বাড়িই এখন ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রীর ঠিকানা। নতুন প্রধানমন্ত্রীর গৃহপ্রবেশের আগেই এই বিক্ষোভ। এই বিক্ষোভই বুঝিয়ে দিচ্ছে, রানির দেওয়া প্রধানমন্ত্রীর মুকুট আসলে থেরিজার মাথায় কতটা ভারী হতে চলেছে। 

.