Afghanistan-Taliban Threat: Kabul-এ ঢুকল তালিবান, রাজধানী দখল এখন সময়ের অপেক্ষা
আত্মসমর্পন করল কাবুল পুলিস।
নিজস্ব প্রতিবেদন: আফগানিস্তান দখল এখন সময়ের অপেক্ষা। রাজধানী কাবুলে ঢুকে পড়ল তালিবান। আগেই জালালাবাদ এবং মাজহার-ই-শরিফের দখল নিয়েছিল তালিবান। আফগানিস্তানে কাবুল-সহ ২৬টি প্রদেশ এখন তালিবানের দখলে। ইতিমধ্যে আত্মসমর্পন করেছে কাবুল পুলিস।
আফগানিস্তান সূত্রে খবর, বিভিন্ন দিক থেকে রাজধানী কাবুলকে ঘিরে ফেলেছে তালিবান জঙ্গরা। ইতিমধ্যে তাঁদের কূটনীতিকদের কাবুল থেকে বের করে নিয়ে এসেছে আমেরিকা। এমনকী, তাঁদের কোনও ব্যক্তি গায়ে হাত পড়লে চরম পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তালিবানের তরফে সাফ জানান হয়েছে, "কাবুল এখন আমাদের দখলে। তবে আমরা এখন আফগান সরকারে বক্তব্য শোনার অপেক্ষায় রয়েছি।" যদিও আফগান প্রেসিডেন্ট আশরফ ঘনি জানিয়েছেন, এখনও সুরক্ষত রয়েছেন কাবুলের বাসিন্দারা।
আরও পড়ুন: Afghanistan:আফগান নাগরিকদের পাশে ভারত, আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নয়াদিল্লির
আরও পড়ুন: Bertolt Brecht: কবি, নাট্যকার ব্রেশটকে রাষ্ট্র চিরকাল সন্দেহের চোখে দেখে গেল
The Taliban have begun entering the Afghan capital Kabul from all sides, the Afghan interior ministry said on Sunday: Reuters pic.twitter.com/LYsCBviOHk
— ANI (@ANI) August 15, 2021