আফগানিস্তানের প্রেসিডেন্ট ভবনে জঙ্গি হামলা

আফগানিস্তানের প্রেসিডেন্ট ভবনে হামলা চালাল জঙ্গিরা। রাজধানী কাবুলে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের বাসভবনে ঢুকে হামলা চালানোর চেষ্টা করে জঙ্গিরা। প্রেসিডেন্টের নিরাপত্তরক্ষীরা তাতে বাধা দেয়। এরপরই নিরাপত্তরক্ষীদের সঙ্গে তুমুল সংঘর্ষ শুরু হয় জঙ্গিদের। প্রেসিডেন্ট বাড়ির সামনের রাস্তায় বোমা, গুলি চলতে থাকে।

Updated By: Jun 25, 2013, 09:01 AM IST

আফগানিস্তানের প্রেসিডেন্ট ভবনে হামলা চালাল জঙ্গিরা। রাজধানী কাবুলে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের বাসভবনে ঢুকে হামলা চালানোর চেষ্টা করে জঙ্গিরা। প্রেসিডেন্টের নিরাপত্তরক্ষীরা তাতে বাধা দেয়। এরপরই নিরাপত্তরক্ষীদের সঙ্গে তুমুল সংঘর্ষ শুরু হয় জঙ্গিদের। প্রেসিডেন্ট বাড়ির সামনের রাস্তায় বোমা, গুলি চলতে থাকে।  প্রেসিডেন্ট ভবনে তখন ছিলেন হামিদ কারজাই। প্রেসিডেন্ট ভবনে আটকে পরেন কুড়ি জন সাংবাদিক।
প্রেসিডেন্ট ভবনের খুবই কাছেই আবার ন্যাটোর সদর দফতর। ওই চত্বরে মার্কিন দূতাবাসও আছে। সোমবারই তালিবানদের সঙ্গে শান্তি আলোচনায় বসতে অস্বীকার করেন কারজাই। এরই `প্রতিশোধ`নিতে কারজাইয়ের ওপর হামলার চেষ্টা করা হল বলে মনে করা হচ্ছে। হামলার দায় স্বীকার করেছে তালিবান। আটকে পরে কুড়ি জন সাংবাদিক।

.