Afghanistan: পঞ্জশির দখলে, দাবি তালিবানের; কাবুলে কি টানছেন? পাল্টা সালেহ-বাহিনী
আফগানিস্তান দখল করতে পারলেও পঞ্জশিরে (Panjshir) আধিপত্য বিস্তার করতে পারেনি তালিবান (Taliban)।
নিজস্ব প্রতিবেদন: পঞ্জশির (Panjshir) আর 'স্বাধীন' থাকল না! পঞ্জশির উপত্যকা দখল করল তালিবরা। তালিবান (Taliban) সূত্রে এই খবর মিলেছে। জানা গিয়েছে, পঞ্জশির (Panjshir) ছেড়ে পালিয়েছেন আফগানিস্তানের 'ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট' আমরুল্লাহ সালেহ (Amrullah Saleh)। তবে সমস্ত খবর 'গুজব' বলে উড়িয়ে দিয়েছে নর্দান অ্যালায়েন্স (Northern Alliance)।
আফগানিস্তান দখল করতে পারলেও পঞ্জশিরে (Panjshir) আধিপত্য বিস্তার করতে পারেনি তালিবান (Taliban)। দুর্গম পার্বত্য উপত্যকায় লড়াই করছেন আফগানিস্তানের প্রাক্তন উপরাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহ, আহমেদ মাসুদ ও তাঁদের দলবল। পঞ্জশির প্রদেশে তালিবানদের সঙ্গে যুদ্ধ করছে নর্দান অ্যালায়েন্স। সেই পঞ্জশির তাদের দখলে এসেছে বলে দাবি করেছে তালিবানের একটি সূত্র। তাজিকিস্তানে পালিয়ে গিয়েছেন সালেহ। নর্দান অ্যালায়েন্স টুইট করেছে,'কাবুলে কি টানছেন? পাকিস্তানের প্রভুদের খুশি করতে আমাদের আলো, ইন্টারনেট পরিষেবা বন্ধ করে মিথ্যা প্রচার চালাচ্ছেন। কান্দাহার মাদক টানা বন্ধ করার পরামর্শ দিচ্ছি।'
What do you smoke in your Kabul? @MJalal700
You cut off our lights and the internet and started false propaganda to appease and satisfy your masters in Pakistan. I recommend you to stop smoking Kandahar weed. https://t.co/iJ7Ys7lwR6
— Northern Alliance (@NA2NRF) September 3, 2021
গত ২৯ অগাস্ট পঞ্জশির দখলের কথা জানিয়েছিল তালিবান (Taliban)। তারা দাবি করেছিল, কোনও প্রতিরোধ ছাড়াই পঞ্জশির উপত্যকায় ঢুকে পড়েছে তারা। তা অস্বীকার করে নর্দান অ্যালায়েন্স জানিয়েছিল, পঞ্জশিরের কাছেই ঘেঁষতে পারেনি তালিবরা। লড়াই তো দূর!
আরও পড়ুন- Afghanistan: পাকিস্তান নয়; চিনই সর্বাধিক গুরুত্বপূর্ণ সহযোগী, জানাল Taliban
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)