ভূতুড়ে: বুক, থুড়ি শিকড় ভরে শ্বাস নিচ্ছে গাছ; ফুলে উঠছে গাছের তলার মাটি!

ঘটনার ভিডিয়ো ভাইরাল। মিলছে ব্যাখ্যাও।

Updated By: Apr 7, 2021, 01:41 PM IST
ভূতুড়ে: বুক, থুড়ি শিকড় ভরে শ্বাস নিচ্ছে গাছ; ফুলে উঠছে গাছের তলার মাটি!

নিজস্ব প্রতিবেদন: কখনও শুনেছেন, গাছ নিঃশ্বাস ফেলছে? একটি রোমহর্ষক ভিডিয়োয় তেমনই দেখা গিয়েছে। ভয়-ধরানো ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, গাছেরা একেবারে মানুষের মতো শ্বাস-প্রশ্বাস ফেলছে। না, ভূতুড়ে ব্যাপার নয়, কোনও স্পেশাল এফেক্টের কারিকুরিও এ নয়। এ স্রেফ বাতাসের কেরামতি।

Science, Space & Nature নামের একটি Twitter page-য়ে ওই ভিডিয়োয় দৃশ্যমান বিষয়টি ব্যাখ্যা করে বলা হয়েছে, মাটির স্তরের নীচে ছড়িয়ে থাকা গাছের (trees) মূলের মধ্যে প্রচুর ফাঁকা স্থানই এজন্য দায়ী। সেই শূন্যস্থানে ঢুকে পড়ছে অত্যন্ত গতিশীল বাতাস। আর তারা ঠেলা মারছে মাটির স্তরকে। ব্যস! ফুলে উঠছে গাছের গোড়ার মাটির আস্তরণ। দেখে মনে হচ্ছে, গাছ যেন শ্বাস নিচ্ছে। 

আরও পড়ুন: মিশরের রাস্তায় শোভাযাত্রায় সামিল হাজার বছর আগের রাজারানিরা

ভিডিয়োটি আসলে বেশ পুরনোই। ২০১৮ সালের। কিন্তু সেটা কোনও ভাবে আবার আন্তর্জালে চলে এসেছে। জানা গিয়েছে ভিডিয়োটি তোলা হয়েছিল, Canada-র Quebec-র Sacre-Coeur জঙ্গলে।

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">The breathing Forest.<br><br>This is a result of a excess space under a trees root system and strong winds. The wind blows the trees above ground &amp; pull the trees root systems back &amp; forth causing this phenomenon. I would shit my pants if I saw this and had no idea what was going on. <a href="https://t.co/zeaZZZCcC9">pic.twitter.com/zeaZZZCcC9</a></p>&mdash; Science &amp; Nature (@ScienceIsNew) <a href="https://twitter.com/ScienceIsNew/status/1378037239112888324?ref_src=twsr...">April 2, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

তবে বিষয়টির একটু বিশদ ব্যাখ্যা মিলেছে। বলা হয়েছে, ছবিতে দেখা যাচ্ছে, ওই জঙ্গলে strong winds গাছ এবং গাছের ঠিক তলার topsoil-কে বিচলিত করছে। তবে একটু ভাল করে দেখলে বোঝা যাবে, ওটা ঠিক মাটির স্তর নয়। ওটা আসলে গাছের শিকড়ের উপরে ও বৃষ্টির কারণে কিছুটা আলগা হয়ে থাকা মাটির স্তরের উপরে মসের (Moss) পুরু আবরণ। যার মধ্যে হাওয়া অনায়াসে ঢুকে পড়তে পারছে। আর ওই আস্তরণকে ঠেলা দিচ্ছে। দেখে মনে হচ্ছে, গাছ শ্বাস নিচ্ছে, তাই ফুলে-ফুলে উঠছে মাটি।

 

আরও পড়ুন: ছেলের সঙ্গে বিয়ে নিজেরই মেয়ের! জেনে কী করলেন মা?

.