সমুদ্রে ডুবে যাচ্ছিল দুই ছেলে, বাঁচাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন বাবা

অস্ট্রেলিয়ার জনৈক সমুদ্রতটে বেড়াতে গিয়েছিল ব্রিটিশ পরিবারটি। বিপত্তি ঘটল সেখানেই। দুই ছেলেকে চোখের সামনে জলে ডুবে যেতে দেখে ঝুঁকি নিয়ে সমুদ্রে ঝাঁপ দেন বাবা। হৃদরোগে আক্রান্ত হয়ে ৪৪ বছরের বাবা মৃত্যু হয় জলের মধ্যে। জলের প্রবল দাপটে এই দুর্ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে।

Updated By: Jan 11, 2014, 08:47 PM IST

অস্ট্রেলিয়ার জনৈক সমুদ্রতটে বেড়াতে গিয়েছিল ব্রিটিশ পরিবারটি। বিপত্তি ঘটল সেখানেই। দুই ছেলেকে চোখের সামনে জলে ডুবে যেতে দেখে ঝুঁকি নিয়ে সমুদ্রে ঝাঁপ দেন বাবা। হৃদরোগে আক্রান্ত হয়ে ৪৪ বছরের বাবা মৃত্যু হয় জলের মধ্যে। জলের প্রবল দাপটে এই দুর্ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে।

দক্ষিণ সিডনির বুরিলা বিচে প্রবল জোয়ারের টান তখন। বাবার অপত্তি উপেক্ষা করেই জলে নেমেছিল দুই ভাই। বাবা দেখছিলেন দু`জনেই বিপদে পড়েছেন। তখনই তাঁদের বাঁচাতে জলে নামেন তিনি। কিন্তু প্রবল ঢেউ ছেলেদের থেকে আলাদা করে দেয় বাবাকে। উদ্ধারকারী দল আঁচ পেয়ে দুই ভাইকে উদ্ধার করলেও। বাঁচানো যায়নি তাঁদের বাবাকে। কিছুক্ষণের মধ্যে ভেসে ওঠে বাবার মুখটি।

সিআরআর দল ওই ব্যক্তিকে উদ্ধার করে যখন তটে নিয়ে আসেন, হাসপাতেলে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষনা করে চিকিৎসকরা।

.