মক্কায় মতৃ ভারতীয় হজযাত্রীর সংখ্যা ছুঁল ৩৫

মক্কায় পদপিষ্ট হয়ে মৃত হয়যাত্রীদের মধ্যে ভারতীয়দের সংখ্যা ৩৫ ছুঁল। খবর জানিয়ে টুইট করেছেন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ।

Updated By: Sep 28, 2015, 09:18 AM IST
মক্কায় মতৃ ভারতীয় হজযাত্রীর সংখ্যা ছুঁল ৩৫

ওয়েব ডেস্ক: মক্কায় পদপিষ্ট হয়ে মৃত হয়যাত্রীদের মধ্যে ভারতীয়দের সংখ্যা ৩৫ ছুঁল। খবর জানিয়ে টুইট করেছেন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ।

গতকাল মোট ৬ ভারতীয়র মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এরমধ্যে ৪ জন গুজরাতের বাসিন্দা, একজন ঝাড়খণ্ড ও একজন বিহারের বাসিন্দা। গুজরাতের বাসিন্দাদের নাম মহম্মদ ইউনুস রহিমভাই মনসুরি, বিবি ইসমাইল, মেহরুন্নিসা হানিফ ও মহম্মদ ইউসুফ সিকন্দরমিঞা মালিক। মৃত্যু হয়েছে বিহারের জৈবুন নিশা ও ঝাড়খণ্ডের নশিমা খাতুনের। 

সৌদি কর্তৃপক্ষ এরমধ্যেই ১,০৯০ জন মৃত হজযাত্রীর প্রকাশ করেছে বলে জানিয়েছেন সুষমা স্বরাজ। অন্যান্য মৃতদের মধ্যে রয়েছেন ৭ জন কেরলের বাসিন্দা। এর হলেন-ফাজিজ আবদুল মুনির ভিত্তিল, অমিনা বিভি মহম্মদ শাফি মুসালিয়ার, আবদুল রহিমান আসারিথোদি, পুতু ভিত্তিল কুনহিমন ও মৈনুদ্দিন আবদুল কাদের। উত্তরপ্রদেশের আনওয়ার জানহা।ঝাড়খণ্ডের মনসুরুল হক।

শনিবার ৮ জন(কেরল ২, ঝাড়খণ্ড ২, গুজরাত ২, কর্ণাটক ১ ও উত্তর প্রদেশ ১), শুক্রবার ১৪ জন(গুজরাত ৯, ঝাড়খণ্ড ২, তামিল নাড়ু ২, মহারাষ্ট্র ১) ভারতীয়র মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।

 

 

.