এক সপ্তাহে বাড়ল Corona আক্রান্ত ও মৃতের সংখ্যা, 3rd wave-এর ভয়ে কাঁটা বিশ্ব
WHO-এর রিপোর্টে বাড়ছে আতঙ্ক।
নিজস্ব প্রতিবেদন: করোনার দ্বিতীয় ঢেউয়ের পর এখন তৃতীয় ঢেউয়ের আতঙ্কে কাবু গোটা বিশ্ব। এর মধ্যে আরও ভয়ঙ্কর তথ্য প্রকাশ্যে আনল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার WHO-এর সাপ্তাহিক করোনা আপডেট অনুযায়ী, এক সপ্তাহে প্রায় ১২ শতাংশ বেড়েছে করোনায় আক্রান্তের হার। বেড়েছে মৃতের সংখ্যা ও সংক্রমণ ছড়ানোর গতিও।
তথ্য বলছে, এক সপ্তাহে নতুন করে প্রায় ৩.৪ মিলিয়ন মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। দৈনিক গড়ে প্রায় ৪৯ লক্ষ সংক্রামিত হয়েছেন। এর আগের সপ্তাহে যে সংখ্যাটি ছিল, দৈনিক গড়ে ৪০ লক্ষ। গবেষকরা বলছেন, এই সংখ্যাই প্রমাণ করে ফের বাড়ছে করোনাক প্রকোপ। WHO-এর তথ্য বলছে, আক্রান্তের নিরিখে গত সপ্তাহে শীর্ষ ছিল ইন্দোনেশিয়া, ব্রিটেন, ব্রাজিল, ভারত ও আমেরিকা।
আরও পড়ুন: পেগাসাসের অপব্যবহার হলে তার তদন্ত হবে, জানিয়ে দিল এটির প্রস্তুতকারী সংস্থা NSO
আরও পড়ুন: হুহু করে ঢুকছে জল, সুড়ঙ্গে ডুবন্ত মেট্রোতে মৃত্যু ১২ জনের, বাকিদের উদ্ধারে সেনা
কেবল আক্রান্ত নয়, মৃতের সংখ্যা নিয়েও বেড়েছে চিন্তা। কারণ গত সপ্তাহে বেড়েছে করোনায় মৃতের সংখ্যা। প্রায় ৫৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা ছুয়েছে ৪ মিলিয়নের গণ্ডি। জানা গিয়েছে, বর্তমানে বিশ্বের ১৮০ দেশে আলফা প্রজাতির উপস্থিতির প্রমাণ মিলেছে। আগের চেয়ে আরও ১৩টি বেশি দেশে মিলেছে ডেল্টা প্রজাতির উপস্থিতির প্রমাণ।