২০১৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে খুন হয়েছেন ২৮ জন মুক্তমনা!

   মৌলবাদীদের অবাধ সন্ত্রাস বাংলাদেশে। কিছুতেই থামছে না কিংবা কমছে না। সুরক্ষিত নন পুলিস অফিসারের স্ত্রীও। তাহলেই বোঝার চেষ্টা করুন, অবস্থা এখন কোন পর্যায়ে। চট্টগ্রামে মুক্তমনাকে কুপিয়ে খুন করল মৌলবাদীরা। ছেলেকে স্কুলবাসে তুলে হেঁটে ফিরছিলেন মাহমুদা খানুম। পুলিস অফিসার বাবুল আখতারের স্ত্রী তিনি। বাংলাদেশে জামাতুল মুজাহিদিনের বিরুদ্ধে বহু সফল অপারেশনের নেতৃত্ব দিয়েছেন বাবুল। মাহমুদাও মুক্তমনা কার্যকলাপের সঙ্গে যুক্ত। বাড়ির কাছেই তাঁকে কুপিয়ে খুন করে তিন দুষ্কৃতী। মোটরসাইকেলে এসেছিল তারা। দুহাজার পনেরোর ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে খুন হয়েছেন কমপক্ষে আঠাশজন মুক্তমনা।

Updated By: Jun 5, 2016, 11:47 PM IST
২০১৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে খুন হয়েছেন ২৮ জন মুক্তমনা!

ওয়েব ডেস্ক:   মৌলবাদীদের অবাধ সন্ত্রাস বাংলাদেশে। কিছুতেই থামছে না কিংবা কমছে না। সুরক্ষিত নন পুলিস অফিসারের স্ত্রীও। তাহলেই বোঝার চেষ্টা করুন, অবস্থা এখন কোন পর্যায়ে। চট্টগ্রামে মুক্তমনাকে কুপিয়ে খুন করল মৌলবাদীরা। ছেলেকে স্কুলবাসে তুলে হেঁটে ফিরছিলেন মাহমুদা খানুম। পুলিস অফিসার বাবুল আখতারের স্ত্রী তিনি। বাংলাদেশে জামাতুল মুজাহিদিনের বিরুদ্ধে বহু সফল অপারেশনের নেতৃত্ব দিয়েছেন বাবুল। মাহমুদাও মুক্তমনা কার্যকলাপের সঙ্গে যুক্ত। বাড়ির কাছেই তাঁকে কুপিয়ে খুন করে তিন দুষ্কৃতী। মোটরসাইকেলে এসেছিল তারা। দুহাজার পনেরোর ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে খুন হয়েছেন কমপক্ষে আঠাশজন মুক্তমনা।

.