এই গাছ থেকে গলগল করে 'রক্ত' বেরোয় ! দেখুন ভিডিও
আচার্য জগদীশ চন্দ্র বসু প্রমাণ করেছিলেন যে গাছেরও প্রাণ আছে। তা নয় হল। কিন্তু তা বলে গাছের রক্তও থাকবে! অবাক হলেও বাস্তব ঘটনা এটাই।
![এই গাছ থেকে গলগল করে 'রক্ত' বেরোয় ! দেখুন ভিডিও এই গাছ থেকে গলগল করে 'রক্ত' বেরোয় ! দেখুন ভিডিও](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/06/05/57005-bleedingtreecvr.jpg)
ওয়েব ডেস্ক: আচার্য জগদীশ চন্দ্র বসু প্রমাণ করেছিলেন যে গাছেরও প্রাণ আছে। তা নয় হল। কিন্তু তা বলে গাছের রক্তও থাকবে! অবাক হলেও বাস্তব ঘটনা এটাই।
অস্ট্রেলিয়ার মরু অঞ্চলে একধরণের গাছ রয়েছে যাদের গা বেয়ে রক্ত ঝরে। আর গাছটি কাটলে তো রক্ষেই নেই, গলগল করে সেখান থেকে রক্ত বেরোতে থাকে।
গাছটির নাম Corymbia opaca, আবার এর এই বিশেষ বৈশিষ্টের জন্য একে ব্লাডউড বলা হয়।। ৮ থেকে ১০ মিটার উচ্চতা বিশিষ্ট এই গাছগুলি অস্ট্রেলিয়ার মরুভূমি এলাকায় জন্মে থাকে।
আর যে রক্তের কথা বললাম সেগুলো প্রকৃতপক্ষে এই গাছেরই কষ। প্রথম দর্শনে এই কষ দেখে সবার রক্ত বলেই ভ্রম হবে। আফ্রিকার ড্রাগন গাছের কষও অনেকটা এরকমই।
দেখে নিন ভিডিওটা