২৭ ঘণ্টার সফল অস্ত্রপচারে নিজের নিজের শরীর পেল ১৪ মাসের যমজ

Updated By: Nov 23, 2016, 12:21 PM IST
২৭ ঘণ্টার সফল অস্ত্রপচারে নিজের নিজের শরীর পেল ১৪ মাসের যমজ

ওয়েব ডেস্ক: এক বছর ২ মাস, জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটা সেকেন্ড একসঙ্গেই কাটিয়েছে ওরা। মায়ের গর্ভে যতদিন ছিল, ওরা একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবেই জড়িয়ে ছিল। এমনকি প্রথমবার যখন পৃথিবীর আলো দেখল যমজ ভাতৃদ্বয়, তখনও ওদের মাথা একে অপরের সঙ্গে যুক্ত ছিল। দুজনকে কোনও ভাবেই আলাদা করা যেত না। অবশেষে দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর নিজের নিজের শরীর পেল ওই যমজ শিশুরা। 

 

ইতিহাসে এমন ঘটনার নজির খুব বেশি নেই। তেমনই কঠিন ও বিরল এর চিকিৎসা। নিজেদের নার্ভ ধরে রেখে, অবশেষে চিকিৎসকদের ২৭ ঘণ্টার অস্ত্রপচার, একজনের মাথা থেকে আলাদা করা হল অন্যজনের মাথা। সাধারণত এমন অস্ত্রপচারের পর দুই শরীর একেবারে সুস্থ হয়ে উঠতে অন্তত বছর খানেক সময় নেয়। তবে জডান এবং অ্যানিয়াস ম্যাকডোনাল্ড, এই ভাতৃদ্বয়ের ক্ষেত্রে আরোগ্য লাভ করা সম্ভব হয়েছে খুবই দ্রুত গতিতে। 

 

 

এতদিন ওরা একসঙ্গে বেড়ে উঠলেও, কেউ কখনও নিজেদের দেখতে পেতেন না। এই অস্ত্রপচার ও আরোগ্য লাভের পর দুজনেই দুজনকে দেখতে পাচ্ছেন মুখোমুখি। একে অপরের সঙ্গে খেলাও করছেন এই যমজ ভাইয়েরা। 

 

.