লখভির 'আটক' বেআইনি, জানাল আদালত, ২৬/১১ মূল চক্রীর মুক্তি এখন সময়ের অপেক্ষা

পঞ্জাব হাইকোর্টের নির্দেশে ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী জাকি-উর রহমান লখভি মুক্তি পেতে চলেছেন।

Updated By: Apr 9, 2015, 05:28 PM IST
লখভির 'আটক' বেআইনি, জানাল আদালত, ২৬/১১ মূল চক্রীর মুক্তি এখন সময়ের অপেক্ষা

ইসলামাবাদ: পঞ্জাব হাইকোর্টের নির্দেশে ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী জাকি-উর রহমান লখভি মুক্তি পেতে চলেছেন।

একটি ইংরেজি নিউজ চ্যানেল অনুযায়ী হাইকোর্ট লখভির পিটিশন গ্রহণ করেছে। তাঁর গ্রেফতারি বেআইনি ঘোষণা করা হয়েছে। পঞ্জাব সরকার লখভির যে ডিটেনশন অর্ডার জারি করেছিল, আদালত সেটাও খারিজ করেছে।

মুম্বই বিস্ফোরণ মামলার মূল চক্রী লখভি গত বছর ১৪ ডিসেম্বর এই মামলায় জামিন পেয়ে যান। তবে ভারত এনিয়ে তীব্র ক্ষোভ জানানোয় জন সুরক্ষা আইনে ফের তাঁকে আটকের সিদ্ধান্ত নেয় পাক সরকার।

রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল থেকে ছাড়া পাওয়ার সঙ্গে সঙ্গে এক আফগান নাগরিককে অপহরণের অভিযোগে ফের গ্রেফতার করা হয় লখভিকে। সেই মামলাতেও জামিন পেয়ে গেছেন তিনি।
 
চলতি বছরের ১৩ মার্চ ইসলামাবাদ হাইকোর্টে  নিজের ডিটেনশন অর্ডারকে চ্যালেঞ্জ করেন লখভি। লখভির আবেদনে সাড়া দিয়ে ইসলামাবাদ হাইকোর্টে অবিলম্বে তাঁর মুক্তির নির্দেশ দেয়।

ভারতের পক্ষ থেকে এই নির্দেশের তীব্র নিন্দা করা হয়। তৎক্ষণা পাক হাইকমিশনারকে ডেকে পাঠিয়ে ক্ষোভ জানায় নয়া দিল্লি।

তারপর দিনই, পঞ্জাব সরকার এমপিও-এর অধীনে লখভিকে আটকের সময়সীমা আরও ৩০ দিন বাড়িয়ে দেয়।

২০০৮ সালে মুম্বইয়ে ভয়াবহ জঙ্গি হামলায় খুন হন ১৬৬ জন। এই ঘটনার মূল ষড়যন্ত্রকারী হিসেবে লখভির সঙ্গেই আবদুল ওয়াজিদ, মাজহার ইকবাল, হামাদ আমিন সাদিক, শাহিদ জামিল রিয়াজ, জামিল আহমেদ ও ইউনিস আনজুমকে গ্রেফতার করা হয়। 

.