মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদকে মুক্তি দিল পাক আদালত

হাফিজ সইদকে মুক্তি দেওয়ার নির্দেশ দিল পাক আদালত। 

Updated By: Nov 22, 2017, 05:00 PM IST
মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদকে মুক্তি দিল পাক আদালত

নিজস্ব প্রতিবেদন: গৃহবন্দি দশা থেকে মুক্তি পেল ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদ। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপে কোনও প্রামাণ্য নথি আদালতে জমা দিতে পারেনি পাকিস্তান সরকার। ফলে তাকে মুক্তি দেওয়ার নির্দেশ দিল পাক আদালত।

কাশ্মীর ও ভারতের ভূখণ্ডে একাধিক নাশকতার ঘটনায় মূল অভিযুক্ত হাফিজ সইদ। মুম্বই হামলার হাফিজের জড়িত থাকার প্রমাণ ইসলামাবাদের হাতে তুলে দিয়েছিল নয়াদিল্লি। পাকিস্তানের মাটিতে একাধিক সভায় ভারতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে ওই জঙ্গি নেতা। অথচ তাকে শাস্তি দেওয়ার ব্যাপারে বরাবরই নরম পাকিস্তান। সে দেশের কূটনীতিকদের একাংশও মনে করছে,  জামাত-উদ-দাওয়ার প্রধানকে মুক্তি দেওয়া হলে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের ভাবমূর্তি আরও খারাপ হবে। 

আরও পড়ুন- বিশ্বমঞ্চে চিনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হিম্মত দেখিয়েছেন মোদী, মত মার্কিন বিশেষজ্ঞের

মঙ্গলবার লাহৌর হাইকোর্টের বিচারপতিদের নিয়ে জাস্টিট রিভিউ বোর্ডের শুনানিতে পেশ করা হয় হাফিজ সইদকে। তাকে আরও ৩ মাসের জন্য গৃহবন্দি রাখার আবেদন করে পাক পঞ্জাব প্রদেশের প্রশাসন। তাদের যুক্তি ছিল, হাফিজ সইদকে মুক্তি দেওয়া হলে আন্তর্জাতিক অনুদান বন্ধ হয়ে যেতে পারে। তবে আবেদনের সমর্থনে গোয়েন্দা-তথ্য ছাড়া কোনও নথি জমা দিতে পারেনি তারা।     

.