ব্রাজিলে ভয়াবহ অগ্নিকান্ডে মৃত অন্তত ২৪৫

দক্ষিণ ব্রাজিলের সান্তা মারিয়ায় একটি নাইটক্লাবে রবিবার আগুন নিয়ে খেলা দেখাবার সময় ভয়াবহ অগ্নিকান্ডে অন্ততপক্ষে ২৪৫ জন মারা গেলেন।  

Updated By: Jan 27, 2013, 05:31 PM IST

দক্ষিণ ব্রাজিলের সান্তা মারিয়ায় একটি নাইটক্লাবে রবিবার আগুন নিয়ে খেলা দেখাবার সময় ভয়াবহ অগ্নিকান্ডে অন্ততপক্ষে ২৪৫ জন মারা গেলেন।  
ঘটনাস্থলে মিলিটারি এবং পুলিস এখনও উদ্ধারকার্য চালাচ্ছে। উদ্ধারকার্যের সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতদেহের সংখ্যা। পুলিস সূত্রের খবর এখনও পর্যন্ত ১৫৯ জনের মৃতদেহ সনাক্ত করা গেছে।  অনুমান করা হচ্ছে মারা গিয়েছেন ২৪৫ জনেরও বেশি মানুষ। গুরুতর আহত শতাধিক। তবে এখনও পর্যন্ত নির্দিষ্ট করে নিহত ও আহতদের সংখ্যা বলা যাচ্ছে না।
ব্রাজিল পুলিসের  একজন উচ্চপদস্থ অফিসার জানিয়েছেন বেশির ভাগেরই মৃত্যু হয়েছে শ্বাসরুদ্ধ হয়ে। আগুন লেগে যাওয়ার পর নাইটক্লাবে উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে পড়েন। তাড়াহুড়ো করে ক্লাব থেকে বেরোতে গিয়ে পদপিষ্ট হয়েও মারা গেছেন অনেকে। 

.