চিনে ফুড ফ্যাক্টরিতে আগুন লেগে মৃত ১৮
চিনে এক গাজর প্যাকেজিং প্লান্টে আগুন লেগে প্রাণ হারালেন অন্তত ১৮জন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম চিনের শানডং প্রদেশে। সোমবার স্থানীয় আধিকারিকরা এই খবর জানিয়েছেন।
Updated By: Nov 17, 2014, 12:31 PM IST
বেজিং: চিনে এক গাজর প্যাকেজিং প্লান্টে আগুন লেগে প্রাণ হারালেন অন্তত ১৮জন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম চিনের শানডং প্রদেশে। সোমবার স্থানীয় আধিকারিকরা এই খবর জানিয়েছেন।
শানডং টাউন সেখান কার সবুজ শস্যের জন্য বিখ্যাত। গতকাল রাত ৭টা নাগাদ সেখানকার লংগুয়ান ফুড করপোরেশনের গাজর প্যাকেজিং ওয়ার্কশপে হঠাৎ করেই আগুন লাগে। ২.৩০ ঘণ্টা পর আয়ত্তে আসে আগুন। ১৮জন এই আগুনের কবলে মারা গেছেন। গুরুতর আহত ১৩ জন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
কোম্পানির ম্যানেজার আপাতত পুলিসের হেফাজতে। আগুন লাগার যর্থাথ কারণ এখনও ধোঁয়াশায়। পুলিস ঘটনার তদন্ত চালাচ্ছে।