কোরবানির মোষের গুঁতোয় জখম ১১, আতঙ্কে গ্রামবাসী
অনেক চেষ্টার পর উপায় না দেখে ক্ষিপ্ত মোষটিকে থামাতে এক রাউন্ড গুলি ছোঁড়ে পুলিস। কিন্তু মোষটি দৌড়তে থাকায় সেই গুলিও লক্ষ্যভ্রষ্ট হয়।
নিজস্ব প্রতিবেদন : সোমবার বাংলাদেশের টাঙ্গাইলের যুগিহাটি গ্রামে কোরবানির মোষের গুঁতোয় আহত হলেন ১১জন ব্যক্তি। মোষটিকে নিয়ন্ত্রণে আনতে এক রাউন্ড গুলিও ছোঁড়ে পুলিস। তবে, গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় গ্রামে তাণ্ডব চালাতে থাকে মোষটি।
ইদের দিন কোরবানির উদ্দেশ্যে মোষ কিনেছিলেন আরিফুল ইসলাম। মঙ্গলবার সকালে কয়েকজন মিলে মোষটিকে কোরবানি দেওয়ার চেষ্টা করেন। প্রতক্ষ্যদর্শীদের মতে, সেই সময়ে শোওয়া অবস্থা থেকে হঠাৎ লাফ দিয়ে উঠে পরে মোষটি। তারপর ঘটনাস্থলে উপস্থিত একই পরিবারের পাঁচ জনকে গুঁতিয়ে দেয়। এরপরই বাড়ির উঠোন ছেড়ে দৌড়ে বেরিয়ে যায় মোষটি। তারপর গ্রামের রাস্তায় কার্যত তাণ্ডব চালায় বিশালাকায় মোষটি। রাস্তা দিয়ে যাওয়ার সময়ে ৬ জন গ্রামবাসীও মোষটির গুঁতোয় আহত হন।
এর পরেই প্রশাসনের দারস্থ হয় গ্রামবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। অনেক চেষ্টার পর উপায় না দেখে ক্ষিপ্ত মোষটিকে থামাতে এক রাউন্ড গুলি ছোঁড়ে পুলিস। কিন্তু মোষটি দৌড়তে থাকায় সেই গুলিও লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর পুলিস ও গ্রামবাসীর তাড়া খেয়ে গ্রামের পাশের ফাঁকা জমিতে চলে আসে মোষটি। বিশালাকায় ক্ষিপ্ত মোষটিকে দেখতে ভিড় জমান আশেপাশের গ্রামের উত্সুক মানুষ।
আরও পড়ুন : ‘কুড়ি বছর ধরে টাকা চুরি করছেন আপনি’, রাষ্ট্রসংঘে দেশের স্থায়ী প্রতিনিধিকে হেনস্থা পাক নাগরিকের
দুর্ঘটনার আশঙ্কায় মাইকে জনতাকে সরে যাওয়ার জন্য ঘোষণা করতে থাকে পুলিস। কিন্তু, উল্টে আরও বাড়তেই থাকে ভিড়। সারা রাত মোষটিকে ধরার চেষ্টা চালায় পুলিস। মঙ্গলবার সারাদিনেও মোষটিকে বাগে আনা যায়নি বলে জানা গিয়েছে। ক্ষিপ্ত মোষের ভয়ে আতঙ্ক ছড়ায় এলাকাবাসীর মধ্যে।