প্রবল ঝড়ে ডুবল জাহাজ, নিখোঁজ ১১ ভারতীয় নাবিক
নিজেস্ব প্রতিবেদন : প্রবল সামুদ্রিক ঝড়ের মুখে পড়ে ফিলিপিন্সের কাছে প্রশান্ত মহাসাগরে তলিয়ে গেল একটি মালবাহী জাহাজ। এই দুর্ঘটনার জেরে নিখোঁজ ১১ জন ভারতীয় নাবিক। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। জাপান কোস্টগার্ডের তরফে এই খবর জানানো হয়েছে।
List of 15 rescued Indians as received from Japanese officials. Search on for missing 11. Our Missions regularly monitoring the situation. pic.twitter.com/0CKalemnie
— Raveesh Kumar (@MEAIndia) October 13, 2017
আরও পড়ুন- এই শহরে নাবালক সন্তান দোষ করলে বাবা, মাকেই ভুগতে হয় সাজা!
জানা গেছে, এমারেল্ড স্টার নামে জাহাজটি ২৬ জন ভারতীয় নাবিককে নিয়ে যাত্রা শুরু করেছিল। শুক্রবার সকালে হং কং থেকে ২৮০ কিলোমিটার দূরে ঝড়ের মাঝে পড়ে জাহাজটি। সেখান থেকে বিপদ সংকেতও দেওয়া হয় বলে জানিয়েছে জাপান কোস্টগার্ড। কিন্তু, উদ্ধারবাহিনী ঘটনাস্থলে পৌঁছনোর আগেই তা ডুবে যায়। উদ্ধার করা হয় ১৫ জনকে। বাকি ১১ জন এখনও নিখোঁজ।