বাই বাই ব্রাজিল, এবার রাশিয়ার পালা

বাই বাই ব্রাজিল, এবার রাশিয়ার পালা

Updated By: Jul 14, 2014, 07:14 AM IST

দেড় মাসের রাজসূয় যজ্ঞ শেষ। টানটান উত্তেজনা, দুরন্ত ফুটবল, নাটকীয় ফল, মাঠের বাইরে বিতর্ক নিয়ে জমজমাট একটা বিশ্বকাপ দেখল বিশ্ব। সাম্বার দেশের পর এবার বিশ্বকাপের আসর বসবে রাশিয়া।

ফাইনালের পর আনুষ্ঠানিকভাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতে বিশ্বকাপ ২০১৮ আয়োজনের ব্যাটন তুলে দিলেন ফিফা সভাপতি শেপ ব্লাটার। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে রাশিয়া ২০১৮ সবচেয়ে মেগা বাজেটের ইভেন্ট হবে বলে জানিয়েছেন আয়োজকরা। বিশ্বকাপ ফুটবল আয়োজনে ব্রাজিলের চেয়ে দ্বিগুণ খরচ করবে রাশিয়া, এমন কথাও জানিয়েছেন পুতিন।

২০১০ সালে স্পেন-পর্তুগালকে হারিয়ে বিশ্বকাপ ২০১৮ আয়োজনের দায়িত্ব পেয়েছিল রাশিয়া। আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় দেশেই হতে চলেছে বিশ্বকাপ।

মস্কো সহ মোট ১৩টি শহরে ১৬টি স্টেডিয়ামে হবে বিশ্বকাপের ম্যাচ। যার মধ্যে থাকবে ক মাস আগে হয়ে যাওয়া শীতকালীন অলিম্পিকের আয়োজক শহর সোচিও। শোনা যাচ্ছে ৩২ টির বদলে ৪০ টি দেশ এই বিশ্বকাপের মূলপর্বে খেলবে। পুতিন এমন প্রস্তাবই দিয়েছেন। তবে ফিফা এখনও বলছে ৩২ টি দেশের বিশ্বকাপই হবে।

আগামী বছর জুলাই মাসের ২৫ তারিখ থেকে হবে যোগ্যতানির্ণায়ক পর্বের ম্যাচের ড্র।

ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ লিগের বাধা টপকাতে পারেনি ফাবিও কাপালোর কোচিংয়ে খেলা রাশিয়া।

.