ট্রাফিক জ্যামে ফেঁসে ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ মিস পেলের

ট্রাফিক জ্যামে ফেঁসে ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ মিস পেলের

Updated By: Jun 18, 2014, 11:27 AM IST

-------------------------------------------------------------------------

বিশ্বকাপ আয়োজনের অব্যবস্থার শিকার খোদ ব্রাজিলের কিংবদন্তি পেলে। মেক্সিকোর বিরুদ্ধে ব্রাজিলের প্রথমার্ধের ম্যাচ মাঠে বসে দেখা হল না পেলের। কারণ লম্বা ট্রাফিক জ্যাম। স্টেডিয়ামে খেলা দেখবেন বলে সাও পাওলোর দিকে গাড়ি নিয়ে রওনা হন ব্রাজিলের কিংবদন্তি এই ফুটবলার। কিন্তু আধঘণ্টা ধরে ঠায় দাঁড়িয়ে থাকে তাঁর গাড়ি। বাধ্য হয়ে গাড়িতে বসেই রেডিওতে নেইমারদের খেলা শুনতে থাকেন তিনি। খেলার প্রথমার্ধ শেষ হওয়ার পর মাঠে পৌঁছন।

এই ঘটনায় বিরক্ত হয়ে পেলে বলেন, এত বছর ধরে বিশ্বকাপ দেখছি, কিন্তু এমন ঘটনা এর আগে কখনও ঘটেনি। পেলের মতই বেশ কয়েকজন সাংবাদিক ও বেশ কয়েকশো ফুটবল ভক্তও জ্যামে ফেঁসে ম্যাচের প্রথমার্ধ মিস করেন।

এই ঘটনায় বেশ অস্বস্তিতে পড়েছেন আয়োজকরা। অনেকেই বলছেন, ট্রাফিকে অব্যবস্থা নিয়ে আয়োজকদের অবস্থান বেশ হাস্যকর।

বিশ্বকাপ শুরুর আগে থেকেই সাও পাওলোর ট্রাফিক নিয়ে উদ্বেগ ছিল। বাস্তবেও সেই উদ্বেগ সত্যি প্রমাণিত হল।

.