মারাকানায় ব্রাত্য মারাদোনা?

ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচ মাঠে বসে দেখা হল না দিয়েগো মারাদোনার। এমনটাই অভিযোগ বিশ্বফুটবলের রাজপুত্রের। মারাদোনা দাবি করেছেন মারাকানা স্টেডিয়ামের কর্তৃপক্ষ তাঁকে মাঠে ঢুকতে বাধা দেয়। তাঁদের অনেক বোঝানোর চেষ্টা করলেও ফিফা কর্তারা মারাদোনাকে ঢুকতে দেননি। এরপরই তিনি হোটেলে ফিরে এসে বাকি ম্যাচটা টিভিতে দেখেন। যদিও মারাদোনার অভিযোগ নিয়ে মুখ খোলেনি ফিফা অথবা মারাকানা স্টেডিয়াম কর্তৃপক্ষ।

Updated By: Jun 18, 2014, 11:10 PM IST

ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচ মাঠে বসে দেখা হল না দিয়েগো মারাদোনার। এমনটাই অভিযোগ বিশ্বফুটবলের রাজপুত্রের। মারাদোনা দাবি করেছেন মারাকানা স্টেডিয়ামের কর্তৃপক্ষ তাঁকে মাঠে ঢুকতে বাধা দেয়। তাঁদের অনেক বোঝানোর চেষ্টা করলেও ফিফা কর্তারা মারাদোনাকে ঢুকতে দেননি। এরপরই তিনি হোটেলে ফিরে এসে বাকি ম্যাচটা টিভিতে দেখেন। যদিও মারাদোনার অভিযোগ নিয়ে মুখ খোলেনি ফিফা অথবা মারাকানা স্টেডিয়াম কর্তৃপক্ষ।

গত ১৬ জুন রিও দি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামে আর্জেন্টিনা। এ দিন গ্রুপ লিগের ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল বসনিয়া। খেলা দেখতে মাঠে গিয়েছিলেন মারাদোনা। কিন্তু সেখানে তাঁকে ফিফা কর্তারা ঢুকতেই দেননি বলে অভিযোগ তাঁর।

.