পিরলোদের আজ হতাশ করতে তৈরি সুয়ারেজ, তারখসার অপেক্ষা

মঙ্গলবার গ্রুপ অফ ডেথের ম্যাচে মহারণ। মুখোমুখি দুই প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ও উরুগুয়ে। না হারলেই নক আউটে উঠবে আজুরিরা। অন্যদিকে জিততেই হবে সুয়ারেজের উরুগুয়েকে। বালেতোলি বনাম সুয়ারেজ,পিরলো বনাম ফোরল্যানদের লড়াই দেখার অপেক্ষায় বিশ্বফুটবল।

Updated By: Jun 24, 2014, 06:00 PM IST

মঙ্গলবার গ্রুপ অফ ডেথের ম্যাচে মহারণ। মুখোমুখি দুই প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ও উরুগুয়ে। না হারলেই নক আউটে উঠবে আজুরিরা। অন্যদিকে জিততেই হবে সুয়ারেজের উরুগুয়েকে। বালেতোলি বনাম সুয়ারেজ,পিরলো বনাম ফোরল্যানদের লড়াই দেখার অপেক্ষায় বিশ্বফুটবল।

গ্রুপ অব ডেথে সব হিসাব নিকাশ বদলে দিয়ে নক আউট রাউন্ডে জায়গা করে নিয়েছে কোস্টারিকা। তাই বর্তমান পরিস্থিতিতে বাড়তি গুরুত্ব পাচ্ছে মঙ্গলবার রাতে দুই প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ইতালি আর উরুগুয়ের ম্যাচ। মঙ্গলবারই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে যেকোনও একজন বিশ্বচ্যাম্পিয়নকে। অঙ্ক বলছে,ইতালি আর উরুগুয়ে দুই দলেরই পয়েন্ট তিন। তবে গোলপার্থক্যে কিছুটা এগিয়ে আজুরি-রা। তাই ফোরল্যানদের বিরুদ্ধে ড্র করতে পারলেই শেষ ষোলোয় পৌছে যাবে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি।

অন্যদিকে জেতা ছাড়া আর কোনও বিকল্প নেই লুই সুয়ারেজদের সামনে। রুনিদের হারিয়ে বিশ্বকাপের শুরুটা ভাল করলেও কোস্টারিকার কাছে পরের ম্যাচ হেরে পরের রাউন্ডে যাওয়ার কাজটা কঠিন করে ফেলেছে আজুরিরা। তাই ডু অর ডাই ম্যাচে স্ট্র্যাটেজি বদলাচ্ছেন সিজার প্রান্দেলি। ৪-১-৪-১ ছকের পরিবর্তে ৩-৪-২-১ ছকে সম্ভবত খেলতে দেখা যাবে বালেতোলিদের। চোটের কারণে ডি রোসি সম্ভবত মাঠে নামতে পারছেন না। মেগা ম্যাচে ইতালির ভরসা অভিজ্ঞ পিরলো আর মেজাজি বালেতোলি।

অন্যদিকে মাস্ট উইন ম্যাচে সুয়ারেজকে সামনে রেখেই নক আউটে যাওয়ার স্বপ্ন দেখছে উরুগুয়ে। প্রথম ম্যাচে কোস্টারিকার কাছে হেরে যাওয়ার পর সুয়ারেজের স্বপ্নের কামব্যাকে ভর করে ঘুরে দাঁড়িয়েছে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। আজুরিদের বিরুদ্ধে ইংল্যান্ড ম্যাচের অপরিবর্তিত দলই সম্ভবত নামাতে চলেছেন উরুগুয়ে কোচ অস্কার ত্যাবারেজ।

পরিসংখ্যান বলছে দুই দলের মুখোমুখি সাক্ষাতে এগিয়ে রয়েছে উরুগুয়ে। নয়ম্যাচের মধ্যে তিন বার জিতেছে উরুগুয়ে আর দুবার জিতেছে ইতালি। চারটে ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে।

বালেতোলি বনাম সুয়ারেজ,পিরলো বনাম ফোরল্যানদের ধুন্ধুমার লড়াইয়ে শেষ হাসি কে হাসে,সেদিকেই তাকিয়ে ফুটবল বিশ্ব।

.