২ লাখ ৫০ হাজার স্মার্টফোন বিক্রি হল মাত্র ১০ মিনিটে
২ লাখ ৫০ হাজার স্মার্টফোন বিক্রি হতে সময় লাগল মাত্র ১০ মিনিট। ৯ হাজার ৯৯৯ টাকার জিওয়ামি নোট ফোর হল সেই স্মার্টফোন যার বর্তমান সময়ে চাহিদা সবথেকে বেশি, অন্তত জিওয়ামি নোট ফোরের বিক্রির পরিসংখ্যান তাই বলছে। ভারতে এই প্রথম কোনও স্মার্ট ফোন বাজারে আত্মপ্রকাশ করার ১০ মিনিটের মধ্যেই ২ লাখের ওপরে বিক্রি হল। এর আগে জিওয়ামি ছাড়া আর কোনও মোবাইল প্রস্তুতকারক সংস্থা এই বিরল নজির স্থাপন করতে পারেনি। আরও পড়ুন-
ওয়েব ডেস্ক: ২ লাখ ৫০ হাজার স্মার্টফোন বিক্রি হতে সময় লাগল মাত্র ১০ মিনিট। ৯ হাজার ৯৯৯ টাকার জিওয়ামি নোট ফোর হল সেই স্মার্টফোন যার বর্তমান সময়ে চাহিদা সবথেকে বেশি, অন্তত জিওয়ামি নোট ফোরের বিক্রির পরিসংখ্যান তাই বলছে। ভারতে এই প্রথম কোনও স্মার্ট ফোন বাজারে আত্মপ্রকাশ করার ১০ মিনিটের মধ্যেই ২ লাখের ওপরে বিক্রি হল। এর আগে জিওয়ামি ছাড়া আর কোনও মোবাইল প্রস্তুতকারক সংস্থা এই বিরল নজির স্থাপন করতে পারেনি। আরও পড়ুন- কালই আসছে জিয়াওমি নোট ৪, জেনে নিন ফোনের খুঁটিনাটি
With your powers combined, #RedmiNote4 achieved an amazing feat in record time! Thank you for your love & support, hit RT NOW! pic.twitter.com/06Yw18IZwa
— Mi India (@XiaomiIndia) January 24, 2017
এর আগে জিওয়ামি নোট থ্রি বাজার দাপিয়েছিল। প্রতিযোগীতায় জিওয়ামির কাছে হিমসিম খেয়েছে স্যামসুং, মাইক্রোম্যাক্স, লেনেভোর মত জনপ্রিয় মোবাইল প্রস্তুতকারক সংস্থা। এবারও প্রতিযোগীতায় নিজেদের স্থান মজবুত করে নিল জিওয়ামি । আরও পড়ুন- ফ্লিপকার্টেই দিতে হবে অর্ডার, 'নেতাজির জন্মদিনে' মিলবে জিয়াওমি নোট ৪