এবার কি জিও সিম গ্রাহকরা এই সমস্যায় পড়তে চলেছেন?
এবার কি জিও সিম গ্রাহকরা এই সমস্যায় পড়তে চলেছেন? বর্তমান পরিস্থতিতে ঘুরপাক খাচ্ছে এমনই প্রশ্ন। এমনই আশঙ্কা। আনলিমিটেড ফ্রি-এর অফার ঘোষণা করেছে জিও। আর জিও-র সেই অফার নিয়েই এবার ট্রাই-এর দ্বারস্থ এয়ারটেল।
ওয়েব ডেস্ক : এবার কি জিও সিম গ্রাহকরা এই সমস্যায় পড়তে চলেছেন? বর্তমান পরিস্থতিতে ঘুরপাক খাচ্ছে এমনই প্রশ্ন। এমনই আশঙ্কা। আনলিমিটেড ফ্রি-এর অফার ঘোষণা করেছে জিও। আর জিও-র সেই অফার নিয়েই এবার ট্রাই-এর দ্বারস্থ এয়ারটেল।
তাদের বক্তব্য একটাই। এভাবে কোনও কিছুই অনন্তকাল ধরে ফ্রি থাকতে পারে না। তাই অবিলম্বে এই বিষয়ে ট্রাই হস্তক্ষেপ করুক। কারণ জিও-র এই ফাটকা ট্যারিফে ক্ষতির সম্মুখীন হচ্ছে অন্য টেলিকম সংস্থাগুলি।
এর আগে ট্রাই-এর কাছে তাদের নেটওয়ার্কের রুট জ্যাম করে দেওয়ার জন্য পাল্টা অভিযোগ জানিয়েছিল জিও। যার জন্য এয়ারটেল সহ আইডিয়া ও ভোডাফোনের উপর মোট ৩০৫০ কোটি টাকার জরিমানাও ধার্য করেছিল ট্রাই। আরও পড়ুন, এয়ারটেল নিয়ে এল দুর্দান্ত রোমিং অফার!