এবার WhatsApp-এ মেসেজ শিডিউলের সুবিধা, কীভাবে করবেন? জানুন উপায়
ধাপে ধাপে উপায়গুলো জেনে নিন।
নিজস্ব প্রতিবেদন: হোয়াটস অ্যাপ (WhatsApp)। প্রতিটি স্মার্টফোন উইজারের (Smart Phone User) জীবনের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। সমীক্ষা বলছে, বর্তমানে বিশ্বের সবথেকে জনপ্রিয় সোশ্যাল মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (WhatsApp)। অনেকেই মজা করে বলেন, স্মার্টফোন রয়েছে অথচ হোয়াটসঅ্যাপ নেই, এমন মানুষ নাকি পাওয়া মুশকিল। চ্যাট ছাড়াও, হোয়াটসঅ্যাপে গান, ভিডিও, ছবি শেয়ার করা যায়। লোকেশন, কনট্যাক্ট নম্বর পাঠানো যায়।
আরও পড়ুন: 5G-র জন্য ভারতে Corona সংক্রমণ? কী বলছে কেন্দ্রীয় সংস্থা?
তবে, এগুলো ছাড়াও হোয়াটস অ্যাপ (WhatsApp)-এ মেসেজ শিডিউল করা যায়। জানেন কীভাবে?
হোয়াটসঅ্যাপ (WhatsApp)-এ কোনও মেসেজ শিডিউল করতে হলে, মোবাইলে থাকতে হবে একটি থার্ড পার্টি অ্যাপ। WhatsApp Scheduler, Do It Later, SKEDit-এর মতো বহু থার্ড পার্টি অ্যাপ গুগল প্লে স্টোরে পাওয়া যায়। যা ফোনে থাকলেই মুশকিল আশান।
আরও পড়ুন: বাড়িতে নেই অক্সিমিটার? চিন্তা করবেন না এই ৫টি স্মার্টওয়াচেই কাজ চলবে
কীভাবে করবেন?
- প্রথমেই নির্দিষ্ট একটি থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করতে হবে।
- এরপর হোয়াটসঅ্যাপের সেটিংস অপশনে গিয়ে অ্যাক্সেসিবিলিটি (Accessibility) এবং সার্ভিস (Service) এনেবেল করতে হবে।
- এরপর যেতে হবে ওই থার্ড পার্টি অ্যাপে। সেই অ্যাপের নীচের ডান দিকে থাকা প্লাস (+) অপশনটি ক্লিক করতে হবে।
- যে চ্যাটে বা গ্রুপে মেসেজটি শিডিউল করতে চান, সেটি সিলেক্ট করতে হবে।
- কখন ওই মেসেজ আপনি পাঠাতে চান, সেই তারিখ ও সময় দিতে হবে।
- শেষে নিজের মেসেজটি লিখে। উপরের ডান দিকে থাকা ক্রিয়েট (Create) অপশনটিতে ক্লিক করতে হবে।