এবার ডেক্সটপেও মিলবে হোয়াটসঅ্যাপের সুবিধা
স্মার্টফোন মেসেজিং সার্ভিস হোয়াটসঅ্যাপের সুবিধা এবার পাওয়া যাবে ওয়েব সার্ভারেও। তার মানে ডেক্সটপেও পাওয়া যাবে এই ফ্রি মেসেঞ্জিং সার্ভিসকে।
ওয়েব ডেস্ক: স্মার্টফোন মেসেজিং সার্ভিস হোয়াটসঅ্যাপের সুবিধা এবার পাওয়া যাবে ওয়েব সার্ভারেও। তার মানে ডেক্সটপেও পাওয়া যাবে এই ফ্রি মেসেঞ্জিং সার্ভিসকে।
বর্তমানে হোয়াটসঅ্যাপ সোশ্যালনেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুকে দখলে। ফেসবুক নিজেদের ব্লগস্পটে জানিয়েছে ''আজ থেকে লক্ষ লক্ষ মানুষ নিজেদের ওয়েব ব্রাউসারেই হোয়াটসঅ্যাপস ব্যবহার করতে পারবেন।''
এর ফলে স্মার্টফোন থেকে সরাসরি পিসিতেই মেসেজের আদানপ্রদান করা যাবে।
গুগল ক্রমে গিয়ে https://web.whatsapp.com টাইপ করলেই হোয়াটসঅ্যাপের সঙ্গে কানেক্টেড থাকা যাবে।
এর ফলে একটা QR কোড মিলবে। হোয়াটসঅ্যাপের মধ্যে এই কোডটি স্ক্যান করতে হবে। এর ফলে ফোন থেকে হোয়াটসঅ্যাপের ওয়েব ক্লায়েন্টদের সঙ্গে যোগসূত্র স্থাপন করা যাবে। তবে এর জন্যে ফোনে ইন্টারনেট কানেকশন থাকা আবশ্যক। এবং হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সান ইনস্টল করা থাকতে হবে।