অপছন্দের টেক্সট ফিরিয়ে নিতে পারবেন ৫ মিনিটেই, নতুন 'আনসেন্ড' ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ

এমন তো হামেশাই মনে হয়, 'এই কথাটা এভাবে না বললেই পারাতাম', 'এই ছবিটা পাঠিয়ে তো দিলাম, রাগ করবে না তো ও...', কখনও তো এমনও হয় আঙুলের ছোঁয়ায় অপর প্রান্তে থাকা প্রাপকের কাছে যে টেক্সটটা গেল সেটা আদৌ তার জন্য নয়ই। আর এমন ঘটনাগুলো ঘটলেই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে পড়তে হয় নানান বিড়ম্বনায়। এবার এই অযাচিত বিড়ম্বনা থেকে মুক্তি পেতে হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে নতুন ফিচার। 'আনসেন্ড' ফিচার। যদি কোনও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী মনে করেন তিনি প্রাপককে ওই টেক্সট পাঠাতে চাননি, তাহলে আনসেন্ড ফিচারের মাধ্যমে ৫ মিনিটেই তা ফিরিয়ে নিতে পারবেন তিনি। আপডেটেড হোয়াটসঅ্যাপেই মিলবে এই 'আনসেন্ড' ফিচার। খুব শীঘ্রই উপভোক্তারা এই ফিচারের সুবিধা নিতে পারবে বলে দাবি ফেসবুকের মালিকানাধীন সোশ্যাল নেটওয়ার্ক হোয়াটসঅ্যাপের। 

Updated By: Apr 17, 2017, 10:33 PM IST
অপছন্দের টেক্সট ফিরিয়ে নিতে পারবেন ৫ মিনিটেই, নতুন 'আনসেন্ড' ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ

ওয়েব ডেস্ক: এমন তো হামেশাই মনে হয়, 'এই কথাটা এভাবে না বললেই পারাতাম', 'এই ছবিটা পাঠিয়ে তো দিলাম, রাগ করবে না তো ও...', কখনও তো এমনও হয় আঙুলের ছোঁয়ায় অপর প্রান্তে থাকা প্রাপকের কাছে যে টেক্সটটা গেল সেটা আদৌ তার জন্য নয়ই। আর এমন ঘটনাগুলো ঘটলেই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে পড়তে হয় নানান বিড়ম্বনায়। এবার এই অযাচিত বিড়ম্বনা থেকে মুক্তি পেতে হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে নতুন ফিচার। 'আনসেন্ড' ফিচার। যদি কোনও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী মনে করেন তিনি প্রাপককে ওই টেক্সট পাঠাতে চাননি, তাহলে আনসেন্ড ফিচারের মাধ্যমে ৫ মিনিটেই তা ফিরিয়ে নিতে পারবেন তিনি। আপডেটেড হোয়াটসঅ্যাপেই মিলবে এই 'আনসেন্ড' ফিচার। খুব শীঘ্রই উপভোক্তারা এই ফিচারের সুবিধা নিতে পারবে বলে দাবি ফেসবুকের মালিকানাধীন সোশ্যাল নেটওয়ার্ক হোয়াটসঅ্যাপের। 

শুধু  'আনসেন্ড' ফিচারই নয় হোয়াটসঅ্যাপ কাজ করছে এমন এক অপশন নিয়ে যেখানে একজন উপভোক্তা নিজের নাম্বার পরিবর্তন করলেও খুব সহজেই কনটেক্ট লিস্টে সেই নাম্বার পৌঁছে যাবে। এমনকি লোকেশন শেয়ার অপশনকেও আরও আধুনিক করে নতুন ভার্সনে নিয়ে আসতে চাইছে হোয়াটসঅ্যাপ।

.