এবার হোয়াটস অ্যাপে করা যাবে গ্রুপ ভয়েস কলিং

Updated By: Oct 22, 2017, 02:20 PM IST
এবার হোয়াটস অ্যাপে করা যাবে গ্রুপ ভয়েস কলিং

নিজস্ব প্রতিবেদন: অ্যান্ড্রয়েড বেটা ভার্সনের জন্য নতুন ফিচার নিয়ে এল জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটস অ্যাপ। এবার হোয়াটস অ্যাপ ব্যবহারকারীরা গ্রুপ ভয়েস কলিং ফিচারটি ব্যবহার করতে পারবেন।

লঞ্চ করল ‘নোকিয়া ৭’, জেনে নিন ফিচার্স-দামসহ সব কিছু

সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই গোপনে এই ফিচারটি পরীক্ষা করছিল হোয়াটস অ্যাপ। অবশেষে ফিচারটিকে ঘোষণা করেই দেওয়া হল। ফেসবুকের মেসেঞ্জার অ্যাপে ইতিমধ্যেই এই ফিচারটি রয়েছে।

এর আগে ব্যবহারকারীদের জন্য অভিনব একটি ফিচার নিয়ে এসেছিল হোয়াটস অ্যাপ। যার মাধ্যমে আপনি ফোন নম্বর বদলালেই আপনার কনট্যাক্টসের কাছে নোটিফিকেশন চলে যাবে। আলাদা করে আর পরিচিত কিংবা প্রিয়জনদের নতুন হোয়াটস অ্যাপ নম্বর জানানোর প্রয়োজন হবে না।

গুগলের চ্যালেঞ্জ জিততে পারলেই পাবেন ৬৫ হাজার টাকা!

.