এই ৫টি স্মার্টফোন জল পড়লেও নষ্ট হবে না

ওয়েব ডেস্ক: বর্ষাকাল হোক কিংবা গরমকাল, ঝমঝমিয়ে বৃষ্টি নামল, আর সেই সময় আপনার সঙ্গে ছাতা কিংবা দাঁড়ানোর কোনও জায়গা নেই। নিজের শরীরের থেকে বেশি তখন আমাদের প্রত্যেকেই চিন্তায় পড়ে যায় পকেটে থাকা দামী স্মার্টফোনটিকে নিয়ে। কারণ, শরীর খারাপ হলে তো ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। কিন্তু স্মার্টফোনে একবার জল পড়লে আর রক্ষে নেই। জলে ভেজা স্মার্টফোনকে আবার সুস্থ করে তুলতে পারে, এমন কোনও ডাক্তার নেই। তাই এবার বৃষ্টিতে স্মার্টফোনের ভেজার চিন্তা না করে, কিনে ফেলুন একখানা এমন স্মার্টফোন, যা জল পড়লেও নষ্ট হবে না।

দেখে নিন কোন স্মার্টফোনে জল পড়লেও তা নষ্ট হবে না-

১) স্যামসঙ গ্যালাক্সি  S7

২) স্যামসঙ গ্যালাক্সি S7 Edge

৩) মোটোরোলা মোটো G4

৪) মোটোরোলা মোটো G4 প্লাস

৫) সোনি এক্সপিরিয়া এক্স

English Title: 
WATER RESISTANCE SMARTPHONE
News Source: 
Home Title: 

এই ৫টি স্মার্টফোন জল পড়লেও নষ্ট হবে না

এই ৫টি স্মার্টফোন জল পড়লেও নষ্ট হবে না
Yes
Is Blog?: 
No