জেনে নিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পেটিএম থেকে আধার কার্ড আনলিঙ্ক করার পদ্ধতি

বুধবার সুপ্রিম কোর্টের রায়ের পর টেলিকম ও ব্যাঙ্কিং-এর ক্ষেত্রে আধার সংযুক্তিকরণ আর বাধ্যতামূলক নয়।

Updated By: Sep 28, 2018, 01:55 PM IST
জেনে নিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পেটিএম থেকে আধার কার্ড আনলিঙ্ক করার পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন: সুপ্রিম কোর্টের রায়ের পর টেলিকম ও ব্যাঙ্কিং-এর ক্ষেত্রে আধার সংযুক্তিকরণ আর বাধ্যতামূলক নয়। বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বে সুপ্রীম কোর্টের পাঁচ বিচারকের বেঞ্চ এমনই রায় দিয়েছে। কিন্তু যাঁরা ইতিমধ্যেই ব্যাঙ্ক বা পেটিএম-এর মতো একাধিক আর্থিক লেনদেনের পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলিতে নিজেদের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করিয়েছেন তাঁরা কী করবেন? আসুন জেনে নেওয়া যাক পেটিএম বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আধার কার্ড আনলিঙ্ক করার পদ্ধতি।

পেটিএম থেকে আধার কার্ড আনলিঙ্ক করার পদ্ধতি:

১) পেটিএম গ্রাহক পরিষেবায় কল করুন: ০১২০৪৪৫৬৪৫৬- এই নম্বরে।

২) আপনার আধারকে আনলিঙ্ক করার জন্য পেটিএম-কে একটি ইমেল পাঠাতে অনুরোধ জানান।

৩) তারপর আপনি পেটিএম-এর পক্ষ থেকে একটি ই-মেইল পাবেন, যেখানে আপনাকে আপনার আধারের একটি প্রতিলিপি (সফ্ট কপি) সংযুক্ত করতে বলা হবে। এরই সঙ্গে আপনার অনুরোধটি কার্যকর করার জন্য আপনাকে আপনার আপডেট হওয়া আধার কার্ডের একটি পরিষ্কার ছবি পেটিএম-কে একটি ইমেল-এ সংযুক্ত করে পাঠাতে হবে।

৪) আপনার আধার কার্ডের একটি পরিষ্কার ছবি দিয়ে পেটিএম-কে মেল পাঠিয়ে দিন।

৫) শেষে পেটিএম-এর পক্ষ থেকে আপনাকে একটি মেল ​​পাঠানো হবে যেখানে লেখা থাকবে, যে আপনার আধার ৭২ ঘন্টার মধ্যে আনলিঙ্ক করা হবে।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আধার কার্ড আনলিঙ্ক করার পদ্ধতি:

প্রথমেই বলে রাখা ভাল, অনলাইন ব্যাঙ্কিং-এর মাধ্যমে ব্যাঙ্ক একাউন্ট থেকে আধার কার্ড আনলিঙ্ক করা সম্ভব নয়। এর জন্য গ্রাহকদের তাদের ব্যাঙ্ক শাখায় যেতে হবে।

১) প্রথমে আপনার নির্দিষ্ট ব্যাঙ্ক শাখায় যান।

২) ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আধার কার্ড আনলিঙ্ক করার জন্য একটি ফর্ম দিতে বলুন।

৩) ফর্মে প্রয়োজনীয় সব তথ্য দিয়ে ফর্মটি জমা দিন।

৪) ফর্মে তথ্যগত কোনও ত্রুটি না থাকলে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে আপনার আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আনলিঙ্ক হয়ে যাবে।

৫) ৪৮ ঘণ্টা পর আপনার নির্দিষ্ট ব্যাঙ্ক শাখায় ফোন করে জেনে নিন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আধার কার্ড আনলিঙ্ক হয়েছে কিনা।

.