Twitters Source Code Leaked: প্রাক্তন কর্মীর প্যাঁচে তথ্য ফাঁস, বিপদের মুখে ট্যুইটার

ট্যুইটারের সোর্স কোড ফাঁস হয়ে গিয়েছে অনলাইনে। যা নিয়ে মহাবিপাকে ট্যুইটার কর্তৃপক্ষ। মনে করা হচ্ছে, কোনও প্রাক্তণ কর্মীরই কাজ এটা। ইন্টারনেট হোস্টিং সংস্থা গিটহাবে ফাঁস হয়ে যায় টুইটারের বেশ কিছু সোর্স কোড। যদিও ফাঁস হওয়ার কিছুক্ষণের মধ্যেই তা নামিয়ে ফেলা হয়। 

Updated By: Mar 27, 2023, 05:42 PM IST
Twitters Source Code Leaked: প্রাক্তন কর্মীর প্যাঁচে তথ্য ফাঁস, বিপদের মুখে ট্যুইটার
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ট্যুইটারের সোর্স কোড ফাঁস হয়ে গিয়েছে অনলাইনে। যা নিয়ে মহাবিপাকে ট্যুইটার কর্তৃপক্ষ। মনে করা হচ্ছে, কোনও প্রাক্তণ কর্মীরই কাজ এটা। ইন্টারনেট হোস্টিং সংস্থা গিটহাবে ফাঁস হয়ে যায় টুইটারের বেশ কিছু সোর্স কোড। যদিও ফাঁস হওয়ার কিছুক্ষণের মধ্যেই তা নামিয়ে ফেলা হয়। টুইটারের যে কোনো অ্যাপ্লিকেশনের মূল অংশ এই কোড। একটি অনলাইন সফটওয়্যার ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম গিটহাবে প্রায় "কয়েক মাসের জন্য" এই কোড ছিল। কিন্তু সোশ্যাল মিডিয়া সংস্থা একটি "কপিরাইট লঙ্ঘনের নোটিস" দায়ের করার পরে তা সরিয়ে নেওয়া হয়েছিল। 

আরও পড়ুন, Gordon Moore Death: ৯৪ বছর বয়সে মৃত্যু হল একটি স্বপ্নের, একটি বিপ্লবের, একটি যুগেরও...

দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ট্যুইটার ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্টের জন্য মার্কিন জেলা আদালতকে ইউজারের পরিচয় প্রকাশ করার জন্য GitHub আদেশ দিতে বলেছে। যা আপাতদৃষ্টিতে "FreeSpeechEnthusiast" নামে পরিচিত। যদিও ট্যুইটারের বর্তমান মালিক ইলন মাস্ক নিজেকে একজন 'বাক স্বাধীনতাবাদী' বলে উল্লেখ করেছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্প্রতি ট্যুইটার কর্মকর্তাদের সোর্স কোড ফাঁসের বিষয়ে অবহিত করা হয়েছে। অনেক সময় অ্যাপের নিরাপত্তা উন্নত করার জন্য কোম্পানিগুলো শুধু সোর্স কোডের কিছু অংশ প্রকাশ করে। এ মাসের শেষে ট্যুইট করার সুপারিশ করতে ব্যবহৃত সোর্স কোডও প্রকাশ্যে আনার পরিকল্পনা করছে মাস্ক।

এ মাসের শুরুতে মাস্ক বলেন, 'আমাদের অ্যালগরিদম' অতি জটিল এবং অভ্যন্তরীণভাবে পুরোপুরি বোঝা যায় না। মানুষ অনেক বোকা বোকা জিনিস আবিষ্কার করবে কিন্তু আমরা সমস্যাগুলি খুঁজে বের করার সঙ্গে সঙ্গে প্যাচ করব! আমরা আরও আকর্ষণীয় ট্যুইট পরিবেশনের জন্য একটি সোজা পদ্ধতি তৈরি করছি। কিন্তুকাজ এখনও চলছে এবং এটাও ওপেন সোর্স হবে। সবচেয়ে বড় কথা, আমরা আশা করি আপনাদের আস্থা অর্জন করতে পারব। 

আরও পড়ুন, আয় হয়নি-লাভ নেই, বিপুল সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের কোপ এবার অ্যাকসেনচারে

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.