আপনার ট্যুইটার অ্যাকাউন্ট কাজ করছে না! জানেন কী হয়েছে?
সকাল থেকে কি আপনি ট্যুইটার অ্যাকাউন্ট খুলতে পারছেন না? ট্যুইটারে লগ ইন করলেই কি যান্ত্রিক গোলমালের কোনও মেসেজ দেখাচ্ছে?
Updated By: Apr 14, 2016, 12:59 PM IST
ওয়েব ডেস্ক: সকাল থেকে কি আপনি ট্যুইটার অ্যাকাউন্ট খুলতে পারছেন না? ট্যুইটারে লগ ইন করলেই কি যান্ত্রিক গোলমালের কোনও মেসেজ দেখাচ্ছে?
আজ সকাল থেকেই সোশ্যাল নেওয়ার্কিং সাইট ট্যুইটারে সংক্ষিপ্ত বিভ্রাট দেখা দেয়। যখনই কোনও ব্যবহারকারী লগ ইন করতে যাচ্ছেন, তখনই ওয়েবসাইটের পক্ষ থেকে দেখাচ্ছে, 'Something is technically wrong. Thanks for notice. We are going to fix it up and have things beck to normal soon'.
সোশ্যাল মিডিয়ার এরকম যান্ত্রিক গোলমালে চিন্তায় পড়ে যান ব্যবহারকারীরা। তাঁদের উদ্দেশ্যে ট্যুইটার জানিয়েছে যে, তারা খুব তাড়াতাড়ি এই সমস্যার সমধান করছে।