Android ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত ফিচার যুক্ত হল Truecaller-এ!

Truecaller-এর নতুন ভার্সানটি Google Play Store থেকে ডাউনলোড করা যাচ্ছে। এই অ্যাপের সাইজ 26MB।

Updated By: Jun 27, 2018, 04:16 PM IST
Android ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত ফিচার যুক্ত হল Truecaller-এ!

নিজস্ব প্রতিবেদন: Android ব্যবহারকারীদের জন্য Truecaller-এ যুক্ত হল নতুন ফিচার। Truecaller-এর নতুন ভার্সানে (version 9.4.10) নতুন একটি ব্লক সেকশান যুক্ত করল সংস্থা। জানা গিয়েছে, নতুন এই ব্লক সেকশান-এর সাহায্যে গ্রাহকরা ব্লক লিস্ট ম্যানেজের বিশেষ সুবিধা পাবেন। এই ফিচারের মাধ্যমে অ্যাপ থেকে খুব সহজেই ব্লক করা কনট্যাক্টগুলি ম্যানেজ করা সম্ভব হবে।

আরও পড়ুন: WhatsApp-এ এবার দুর্দান্ত গ্রুপ ভিডিও কলিং ফিচার!

Truecaller-এর নতুন ভার্সানটি Google Play Store থেকে ডাউনলোড করা যাচ্ছে। এই অ্যাপের সাইজ 26MB। Android 4.1 বা তার পরবর্তী ভার্সানে এই অ্যাপ ইনস্টল করা সম্ভব। গত সপ্তাহেই Truecaller-এর প্রিমিয়াম গ্রাহকদের জন্য প্রোফাইল ভিজিটারদের দেখানোর একটি বিশেষ ফিচার এনেছিল সংস্থা। ব্লক সেকশান ছাড়াও এই আপডেটে SMS সেকশানে বাগ ফিক্স করা হয়েছে যার মাধ্যমে দেখা SMS আলাদা করে চিহ্নিত করা যাবে।

আরও পড়ুন: আপনার মৃত্যু কবে হবে, জানিয়ে দেবে Google!

তবে নতুন এই আপডেট রিলিজের সঙ্গে সঙ্গেই Windows Phone-এ Truecaller-এর পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। শুধু Truecaller-ই নয়, সম্প্রতি একাধিক সংস্থাই Windows Phone-এ তাদের সাপোর্ট বন্ধ করে দিয়েছে।

.