Truecaller-এ যুক্ত হল গ্রুপ চ্যাটের ফিচার! নিরাপত্তার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থাও

তবে অবাঞ্ছিত সদস্যদের এই গ্রুপ চ্যাট থেকে দূরে রাখা যাবে সহজেই। কারণ...

Updated By: Oct 20, 2019, 07:47 PM IST
Truecaller-এ যুক্ত হল গ্রুপ চ্যাটের ফিচার! নিরাপত্তার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থাও

নিজস্ব প্রতিবেদন: এ বার গ্রুপ চ্যাটের ফিচার নিয়ে এল Truecaller। সম্প্রতি ভিওআইপি কলিং-এ ‘কল ওয়েটিং’-সহ একাধিক ফিচার চালু করল জনপ্রিয় এই অ্যাপ। Truecaller-এর গ্রুপ চ্যাটে ছবি, ভিডিও শেয়ার করা যাবে। তবে অবাঞ্ছিত সদস্যদের এই গ্রুপ চ্যাট থেকে দূরে রাখা যাবে সহজেই। কারণ, আমন্ত্রণ জানালে তবেই Truecaller-এর কোনও গ্রাহক এই গ্রুপে যোগ দিতে পারবেন।

আরও পড়ুন: Vivo-র দীপাবলির বিশেষ অফার! মাত্র ১০১ টাকা দিন আর হাতে পান নতুন স্মার্টফোন!

Android এবং iOS গ্রাহকরা— সকলেই Truecaller-এর এই নতুন গ্রুপ চ্যাট-এর সুবিধা নিতে পারবেন। জানা গিয়েছে, গোপনীয়তা এবং নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে এই ফিচারে। কোনও গ্রুপে যে সব সদস্যের নম্বর সেভ করা থাকবে শুধুমাত্র তাঁরাই গ্রুপের বাকি সদস্যদের নম্বর দেখা যাবে। গ্রুপে অচেনা কোনও সদস্যদের কাছে কোনও নম্বর শেয়ার করার আগে, যাঁর নম্বর শেয়ার করছেন তাঁর অনুমতি নেওয়ার প্রয়োজন হবে। অনুমতি মিললে তবেই কোনও নম্বর শেয়ার করা যাবে।

আরও পড়ুন: Flipkart Big Diwali Sale: একাধিক ব্র্যান্ডের স্মার্টফোনে মিলবে ২,০০০ টাকা পর্যন্ত ছাড়!

আপনি না চাইলে কেউ আপনাকে কোনও গ্রুপে যুক্ত করতে পারবে না। কারণ, এই ফিচারে কোনও গ্রুপের অ্যাডমিন আর নতুন কোনও সদস্য— উভয় পক্ষের সম্মতি থাকাটা বাধ্যতামূলক। 

.