এই সংস্থার সিম কিনলেই মিলবে সারা জীবনের ফ্রি হোয়াটসঅ্যাপ!

বর্তমান প্রজন্ম প্রায় গোটা দিনই নিজেদের আটকে রাখেন ফেসবুক, টুইটার থেকে হোয়াটসঅ্যাপ-এ। আর তার করতে গিয়ে প্রত্যেক মাসে খরচ করে ফেলেন প্রচুর টাকা। খরচ করতে হয়ে নেট ব্যালেন্সও। এই পরিস্থিতি থেকে তাদের বের করে আনতে এবার আসতে চলেছে একটি নতুন সিম। সৌজন্যে আমেরিকান মোবাইল সার্টআপ সংস্থা 'ফ্রিডমপপ'।

Updated By: Aug 18, 2016, 04:54 PM IST
এই সংস্থার সিম কিনলেই মিলবে সারা জীবনের ফ্রি হোয়াটসঅ্যাপ!

ওয়েব ডেস্ক : বর্তমান প্রজন্ম প্রায় গোটা দিনই নিজেদের আটকে রাখেন ফেসবুক, টুইটার থেকে হোয়াটসঅ্যাপ-এ। আর তার করতে গিয়ে প্রত্যেক মাসে খরচ করে ফেলেন প্রচুর টাকা। খরচ করতে হয়ে নেট ব্যালেন্সও। এই পরিস্থিতি থেকে তাদের বের করে আনতে এবার আসতে চলেছে একটি নতুন সিম। সৌজন্যে আমেরিকান মোবাইল সার্টআপ সংস্থা 'ফ্রিডমপপ'।

আরও পড়ুন- গুগলের নয়া ভিডিও চ্যাট অ্যাপ!

এবার তারা আনতে চলেছে হোয়াটসঅ্যাপ সিম। ইতিমধ্যেই আমেরিকাতে চালু হয়েছে এই সিম। সেদেশের সঙ্গে বিশ্বজুড়ে আরও ৩০টি দেশেও চালু হচ্ছে এই সিম। এটা ব্যবহার করে একজন গ্রাহক আনলিমিটেড ফ্রি হোয়াটসঅ্যাপ করতে পারবেন।

এই সিমটি অ্যানড্রোয়েড ও আইওএস ভার্সনে ব্যবহার করা যাবে। ভারতেরও দ্রুত এই সিম আসতে চলেছে।

.