আই ফোনের সব ফিচারসই পাবেন ৬০০ টাকার এলজি স্মার্টফোনে

১০ ডলার মানে ৬০০ টাকারও কমে এলজি-র স্মার্ট ফোন কাঁপিয়ে দিচ্ছে বিশ্ব বাজার। ওয়ালমার্ট আনল ট্রাকফোন ব্র্যান্ডের এলজি স্মার্টফোন। যার দাম ৯.৮২ ডলার। দাবি করা হয়েছে লেটেস্ট আই ফোনে যেসব ফিচারস থাকে তার চেয়েও বেশি ফিচারস রয়েছে এই ফোনে।  ভারতীয়রা কীভাবে এই ফোন কিনতে পারবেন তা এখনও স্পষ্ট নয়। তবে ইউরোপ ও মার্কিন বাজারে এই ফোন বিক্রি হইহই করে।

Updated By: Nov 17, 2015, 06:30 PM IST
আই ফোনের সব ফিচারসই পাবেন ৬০০ টাকার এলজি স্মার্টফোনে

ওয়েব ডেস্ক: ১০ ডলার মানে ৬০০ টাকারও কমে এলজি-র স্মার্ট ফোন কাঁপিয়ে দিচ্ছে বিশ্ব বাজার। ওয়ালমার্ট আনল ট্রাকফোন ব্র্যান্ডের এলজি স্মার্টফোন। যার দাম ৯.৮২ ডলার। দাবি করা হয়েছে লেটেস্ট আই ফোনে যেসব ফিচারস থাকে তার চেয়েও বেশি ফিচারস রয়েছে এই ফোনে।  ভারতীয়রা কীভাবে এই ফোন কিনতে পারবেন তা এখনও স্পষ্ট নয়। তবে ইউরোপ ও মার্কিন বাজারে এই ফোন বিক্রি হইহই করে।

অপারেটিং সিস্টেম হল অ্যানড্রয়েড কিটক্যাট 4.4।  যেটা কিছুটা আউট ডেটেড হলেও বাকি প্যাকেজ দারুণ। LG Lucky LG16 smartphone-এ ছোট, স্লিক ডিজাইন, ৩ এমপি ক্যামেরা, ৩.৮ ইঞ্চি ডিসপ্লে, থ্রিজি এবং ওয়াই ফাই নেটওয়ার্ক ফিচারস রয়েছে। যা কিছুক্ষেত্রে আই ফোনের ফিচারসকেও ছাপিয়ে যাচ্ছে।

Tags:
.