WhatsApp-এর কার্যকারীতা আর আকর্ষণ বাড়াতে এ বছরই যুক্ত হতে পারে এই ৭ ফিচার
আসুন দেখে নেওয়া যাক ২০১৯ সালে WhatsApp-এ নতুন কী কী ফিচার যুক্ত হতে পারে...
নিজস্ব প্রতিবেদন: ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যার বিচারে বিশ্বের দ্বিতীয় শীর্ষ স্থানে রয়েছে ভারত। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ‘ফরেস্টার রিসার্চ’-এর তথ্য অনুযায়ী, বর্তমানে ভারতের প্রায় ৪৮ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। আর এর মধ্যে ২০ কোটিরও বেশি গ্রাহক প্রতিদিন WhatsApp ব্যবহার করেন। এ বার WhatsApp ব্যবহারীর সংখ্যা আরও বাড়াতে বেশ কয়েকটি নতুন ফিচার যুক্ত করার কথা ভাবছে সংস্থা। চলতি বছরের মধ্যেই হয়তো একে একে সবকটি ফিচার চালু হয়ে যাবে WhatsApp-এ। আসুন দেখে নেওয়া যাক ২০১৯ সালে WhatsApp-এ নতুন কী কী ফিচার যুক্ত হতে পারে...
১) ডু নট ডিসটার্ব: ২০১৯ সালে WhatsApp-এ যুক্ত হতে পারে ‘ডু নট ডিসটার্ব’ বটন৷ যার পাঠানো মেসেজে আপনি বিরক্ত হন এই ফিচারের সাহায্যে তাঁকে আপনার উপযুক্ত প্রতিক্রিয়াও জানাতে পারেন৷
২) সিডিউল মেসেজ: বন্ধুর জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে আর ভুলবেন না আপনি। কারণ, এ বার WhatsApp-এ মেসেজ সিডিউল করে রাখার নতুন ফিচার যুক্ত হতে চলেছে। দিন-ক্ষণ সেট করে মেসেজ লিখে সেভ করে রাখলেই হবে। সময় মতো সেই মেসেজ পৌঁছে যাবে নির্দিষ্ট ব্যক্তির কাছে।
৩) ইগনোর বটন: ২০১৯ সালে WhatsApp-এ যুক্ত হতে পারে ‘ইগনোর বটন’৷ অনেক অপ্রয়োজনীয় মেসেজ এই ফিচারের সাহায্যে এড়িয়ে যাওয়া যাবে এবং প্রেরককে এ বিষয়ে জানাতেও পারবেন আপনি।
৪) প্রোফাইল পিকচার ভিউআর্স: নতুন এই ফিচারটি WhatsApp-এ যুক্ত হলে, আপনি অনায়াসে দেখতে পারবেন কে কে আপনার প্রোফাইল পিকচার দেখেছেন৷
আরও পড়ুন: চাবি এখন অতীত! এ বার গাড়ি চলবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারে!
৫) লাইক অ্যান্ড ডিসলাইক বটন ফর স্ট্যাটাস: নতুন ‘লাইক অ্যান্ড ডিসলাইক বটন ফর স্ট্যাটাস’ ফিচারের মাধ্যমে Facebook-এর মতো WhatsApp স্ট্যাটাসেও লাইক এবং ডিসলাইক দিতে পারবেন আপনি৷
৬) অটো সেন্ট মেসেজ অন ফেস্টিভ্যাল: ২০১৯ সালে WhatsApp-এ যুক্ত হতে পারে এই আকর্ষণীয় ফিচারটি। ওই ফিচারের সাহায্যে যে কোনও উত্সব-অনুষ্ঠানেই আপনার কনট্যাক্ট লিস্টে থাকা ব্যক্তিদের কাছে শুভেচ্ছা বার্তা পৌঁছে যাবে এক ক্লিকেই।
৭) নোটিফিকেশন হোয়েন কনট্যাক্ট কামস অনলাইন: এই ফিচারের মাধ্যমে WhatsApp ব্যবহারকারীরা তাদের কনট্যাক্ট লিস্টে থাকা ব্যক্তিরা যখন অনলাইন হবেন, তখনই একটা নোটিফিকেশন পেয়ে যাবেন৷ এ ক্ষেত্রে এদের মধ্যে যার সঙ্গে আপনার খুব জরুরি কথা বা দরকার রয়েছে তা সুযোজ বুঝে সেরে নিতে পারেন।