করোনায় বিজ্ঞানের জয়, সেই মর্মেই শুরু বিজ্ঞান মেলা

বিজ্ঞানী পদ্মশ্রী প্রাপক বিকাশ সিনহা অনলাইনে উদ্বোধন করবেন সন্ধে ৭টায়। এই অনুষ্ঠানের সুত্রধার - অধ্যাপক অমিতাভ রায়।

Updated By: Jan 27, 2021, 03:36 PM IST
করোনায় বিজ্ঞানের জয়,  সেই মর্মেই শুরু বিজ্ঞান মেলা

নিজস্ব প্রতিবেদন: করোনার হাত থেকে বাঁচাতে পারে একমাত্র বিজ্ঞান। গতবছর থেকে প্রতিপদে সেটাই প্রমাণিত হয়ে আসছে। তাই এবছর বিজ্ঞান মেলার মূল বিষয় করোনাকে দমন করতে বিজ্ঞান হাতিয়ার। আচার্য সত্যেন্দ্র নাথ স্মারক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবার হবে অনলাইনে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে স্কুল পড়ুয়া ও সাধারণের জন্য বিজ্ঞান ভিত্তিক প্রতিযোগিতা সেমিনার হবে অনলাইনে। 

২৮ জানুয়ারি থেকে শুরু, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। আন্তঃস্কুল পড়ুয়াদের মধ্যে আয়োজন করা হয়েছে অতিমারী পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিজ্ঞান ভিত্তিক মডেল তৈরির প্রতিযোগিতা। ২০২০ বিজ্ঞানের জয়ের বছর, এবারের বিজ্ঞান মেলার মূল লক্ষ। 

হেদুয়ায় প্রদর্শন মেলা শুরু হয়েছে আজকে থেকে। বিজ্ঞানী পদ্মশ্রী প্রাপক বিকাশ সিনহা অনলাইনে উদ্বোধন করবেন সন্ধে ৭টায়। এই অনুষ্ঠানের সুত্রধার - অধ্যাপক অমিতাভ রায়।  

Tags:
.