লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল Redmi 8-এর স্পেসিফিকেশন!

দেখে নিন...

Updated By: Oct 6, 2019, 03:14 PM IST
লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল Redmi 8-এর স্পেসিফিকেশন!

নিজস্ব প্রতিবেদন: আগামী ৯ অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Xiaomi-র পরবর্তী ‘পকেট ফ্রেন্ডলি’ স্মার্টফোন Redmi 8। কিন্তু তার আগেই বেশ কয়েকটি ওয়েব পোর্টালে ফাঁস হয়ে গেল Redmi 8-এর স্পেসিফিকেশন! আসুন এক নজরে দেখে নেওয়া যাক Redmi 8-এর স্পেসিফিকেশন আর দাম...

Redmi 8-এর স্পেসিফিকেশন:

১) ৬.২১ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৮১ শতাংশের বেশি। এই ফোনে ছোট্ট ওয়াটার ড্রপ নচ রয়েছে।

২) তিন রকম স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন। ২ জিবি RAM + ১৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ, ৩ জিবি RAM + ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ আর ৪ জিবি RAM + ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ যা microSD কার্ডের মাধ্যমে ১ টিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

৩) Android ৯.০ (Pie), Octa-core প্রসেসর আর Qualcomm SDM439 Snapdragon ৪৩৯ (১২ nm) চিপসেট।

৪) ১২ মেগাপিক্সেল (প্রাইমারি সেন্সর) + ২ মেগাপিক্সেলের (ডেপ্ত সেন্সর) ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আর ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনের প্রাইমারি সেন্সরে থাকবে এজ ডিটেকশন আর স্কিন টোন ম্যাপিং-এর মতো বিশেষ ফিচার।

আরও পড়ুন: আকর্ষণীয় দামে সপ্তমীতে ট্রিপল রিয়ার ক্যামেরা-সহ লঞ্চ হল Samsung Galaxy A20s!

৫) ফোনের পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

৬) এই ফোনে থাকছে ৫,০০০ mAh-এর নন রিমুভেবল ব্যাটারি। রয়েছে 10W ফাস্ট চার্জিং-এর সুবিধা। আর কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS আর একটি USB Type-C port।

Redmi 8-এর সম্ভাব্য দাম সম্পর্কে এখনও কোনও তথ্য জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, ১০,০০০ টাকার মধ্যেই এই ফোনের বেসিক ভেরিয়েন্ট পাওয়া যাবে।

 

তথ্য সূত্র: জিএসএম এরিনা (GSM Arena)।

.