২০১৯ আর্থিক বর্ষে বড়সড় মুনাফা সিটি নেটওয়ার্কস লিমিটেড-এর
২০১৯-এর মার্চ মাস পর্যন্ত নির্ধারিত হিসাব মেনে লাভের অঙ্ক তুলে ধরেছে সিটি নেটওয়ার্কস লিমিটেড।
নিজস্ব প্রতিবেদন : ভাল পারফরম্যান্স। যার উপর ভিত্তি করে ২০১৯ আর্থিক বর্ষে বড়সড় আর্থিক মুনাফার মুখ দেখল সিটি নেটওয়ার্কস লিমিটেড। দেশের ৫৮০টিরও বেশি লোকেশন-এ ছড়িয়ে রয়েছে সিটি নেটওয়ার্কস। ২০১৯ আর্থিক বর্ষের হিসাবে এবার সংস্থাটি তাদের আর্থিক মুনাফার রিপোর্ট তুলে ধরেছে। সেখানে দেখা যাচ্ছে, প্রায় প্রতিটি ক্ষেত্রেই উন্নতি করেছে তারা।
আরও পড়ুন- জুনের শুরুতেই ভারতে লঞ্চ করছে Samsung Galaxy M40!
২০১৯-এর মার্চ মাস পর্যন্ত নির্ধারিত হিসাব মেনে লাভের অঙ্ক তুলে ধরেছে সিটি নেটওয়ার্কস লিমিটেড। ৮.২ মিলিয়ন অ্যাক্টিভ সাবস্ক্রাইবার-এর উপর ভিত্তি করে এই আর্থিক মুনাফার রিপোর্ট প্রকাশ পেয়েছে। ট্রাই-এর নির্ধারিত নতুন ট্যারিফ অর্ডার মেনেই ২০১৯ আর্থিক বর্ষে গ্রাহকদের কাছে পরিষেবা পৌঁছে দিয়েছে সিটি নেটওয়ার্কস লিমিটেড। ২০১৯ আর্থিক বর্ষে সিটি-র সাবস্ক্রিপশন রেভিনিউ বেড়েছে ১৯ শতাংশ। মোট রেভিনিউ (এক্টিভেশন সার্জেস বাদ দিয়ে) বেড়েছে ১৩ শতাংশ। অপারেটিং এর ক্ষেত্রে সংস্থার লাভের অঙ্ক বেড়েছে দ্বিগুণ (৩,০০১ মিলিয়ন)।
আরও পড়ুন- এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ল্যাপটপ! দাম ৮.৫ কোটি টাকা!
সিটি নেটওয়ার্কস লিমিটেড-এর রাজেশ শেঠি জানিয়েছেন, ''ট্রাই-এর নতুন রেগুলেটরি মেনে আমরা গ্রাহকদের কাছে পৌঁছনোর চেষ্টা করেছি। এর জন্য স্থানীয় অপারেটররা আমাদের সাহায্য করেছেন। সিটি বেস্ট ফিট প্ল্যান গ্রাহকরা পছন্দ করেছেন। আমরাও গ্রাহকদের সঙ্গে আরও বেশি যোগাযোগ রক্ষার চেষ্টা করেছি।''