PUBG গেমে ভারতীয়দের জন্য থাকছে 'Welcome Gift'
শুধুমাত্র PUBG খেলোয়াররাই লঞ্চের মুহূর্তে এই উপহার পাবেন। ডাউনলোড করে খেলার সময় পপ আপ হিসেবে উপহার পাবেন উপভোক্তারা।
নিজস্ব প্রতিবেদন: কবে আসবে PUBG? সেই অপেক্ষায় ভারতীয়রা। কিন্তু পুনরায় PUBG লঞ্চের আগে ফাঁস হয় গেল PUBG Mobile India’s welcome gift। PUBG গ্লোবাল ভার্সনের মধ্যে থাকবে এই উপহার।
শুধুমাত্র PUBG খেলোয়াররাই লঞ্চের মুহূর্তে এই উপহার পাবেন। ডাউনলোড করে খেলার সময় পপ আপ হিসেবে উপহার পাবেন উপভোক্তারা। উপহারের আওতায় বিভিন্ন কুপন থাকবে। যেমন Anarkali Headgear, Anarkali Set, এবং Classic Crate Coupon। তবে এই তথ্য, খুবই অল্প। মোবাইল গেম ওয়াকিবহালরা মনে করছেন, আগের চেয়ে সম্পূর্ণ আলাদা আদলে পাওয়া যাবে PUBG।
২ সেপ্টেম্বর বন্ধ করে দেওয়া হয় PUBG। কেন্দ্র সরকারের চিনা অ্যাপ বাতিলের প্রস্তাবে ভারতে বন্ধ হয়েছিল জনপ্রিয় গেম পাবজি মোবাইল। তবে ফের চালু হতে চলেছে এই অ্যাপ্লিকেশনটি।
সপ্তাহদুয়েক আগেই, পাবজি কর্পোরেশন ঘোষণা করেছিল যে তাঁরা পাবজি মোবাইল ইন্ডিয়া চালু করার প্রস্তুতি নিচ্ছে, যা ভারতীয় বাজারের জন্য বিশেষভাবে তৈরি। এই ঘোষণার পাশাপাশি সংস্থাটি কীভাবে প্লেয়ারদের তথ্য সুরক্ষিত ও স্বাস্থ্যকর গেমপ্লে ব্যবস্থাপনা রাখবে এবং স্থানীয় ভিডিও গেম, বিনোদন এবং আইটি শিল্প গড়ে তুলতে কীভাবে দেশে বিনিয়োগ করবে তা নিয়ে পরিকল্পনাও প্রকাশ করেছে।
ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহতেই বাজারে আসছে PUBG। অ্যাপটি বাতিলের পর থেকেই নড়চড়ে বসেছিল সংস্থা। এরপরই ভারতীয় সহায়ক সংস্থা তৈরি করার পরিকল্পনা করে PUBG কর্তৃপক্ষ। এরজন্য কয়েকশো কর্মচারী নিয়োগ করে সংস্থা। পাশাপাশি জানা যায়, প্রায়১০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করে সংস্থা।