জলের দরে নজরকাড়া ফিচার! বাজারে আসছে Nokia-র দুটি ঝাঁ চকচকে ফিচার ফোন!

এক নজরে দেখে নেওয়া যাক Nokia 125 আর Nokia 150-এর সম্পর্কে খুঁটিনাটি তথ্য...

Edited By: সুদীপ দে | Updated By: Aug 27, 2020, 06:05 PM IST
জলের দরে নজরকাড়া ফিচার! বাজারে আসছে Nokia-র দুটি ঝাঁ চকচকে ফিচার ফোন!

নিজস্ব প্রতিবেদন: একের পর এক নতুন মোবাইল ফোন নিয়ে ফের মোবাইল ফোনের বাজারে ফিরছে Nokia। শীঘ্রই বিশ্ব বাজারে লঞ্চ করবে Nokia C3। Nokia C3 বা Nokia 5.3-এর পাশাপাশি Nokia 125 আর Nokia 150— দুটি ফিচার ফোনও লঞ্চ করতে চলেছে সংস্থা। আসুন এক নজরে দেখে নেওয়া যাক Nokia 125 আর Nokia 150-এর সম্পর্কে খুঁটিনাটি তথ্য...

Nokia 125 আর Nokia 150-এর সম্ভাব্য স্পেসিফিকেশন আর দাম:

Nokia 125 আর Nokia 150— এই দুটো ফোনই থাকছে ২.৪ ইঞ্চি ডিসপ্লে। Nokia 125-এ থাকছে ২,০০০টি নম্বর এবং ৫০০টি এসএমএস সংরক্ষণের সুবিধা। এই ফিচার ফোন ৩০+ ওএস-এর সুবিধা থাকছে। Nokia 125-এ থাকছে ডুয়াল সিম স্লট, ১,০২০ mAh-এর ব্যাটারি। একই সঙ্গে থাকছে এফএম রেডিও সাপোর্ট, ৩.৫ মিমি অডিও জ্যাক। এই ফোনের দাম ১,৯৯৯ টাকা।

আরও পড়ুন: ৪ জিবি RAM, ট্রিপল রিয়ার ক্যামেরা; পকেটসই দামে ভারতে আসছে Oppo A53

Nokia 150-এ থাকছে এলইডি ফ্ল্যাশ-সহ একটি ভিজিএ ক্যামেরা। এই ফোনে কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ ৩.০, এফএম রেডিও, ৩.৫ মিমি অডিও জ্যাক, মাইক্রো-ইউএসবি পোর্ট এবং ডুয়েল সিম। জানা গিয়েছে, এই ফোনের দাম ২,২৯৯ টাকা।

.