আমেরিকা থেকে ভারত, টিকটকের বিশ্বব্য়াপী ব্যবসা কিনে নিতে চলেছে Microsoft? জল্পনা তুঙ্গে

আগেই আমেরিকা-সহ একাধিক দেশে TikTok এর মালিকানা কেনার কথা প্রকাশ্যে এসেছিল।

Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Aug 7, 2020, 04:33 PM IST
আমেরিকা থেকে ভারত, টিকটকের  বিশ্বব্য়াপী ব্যবসা কিনে নিতে চলেছে Microsoft? জল্পনা তুঙ্গে
প্রতীকী চিত্র

নিজস্ব প্রতিবেদন: TikTok এর বিশ্বব্য়াপী ব্যবসা কিনে নিতে চলেছে Microsoft! আগেই আমেরিকা-সহ একাধিক দেশে TikTok এর মালিকানা কেনার কথা প্রকাশ্যে এসেছিল। এবার ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে প্রকাশিত হলো এই তথ্য।

ভারতে TikTok আগেই নিষিদ্ধ হয়েছে। বড়সড় ক্ষতির মুখে পড়েছে চিনা সংস্থা বাইটড্যান্স। তারপর মার্কিন প্রেসিডেন্টও গ্রাহক তথ্য় নিরাপত্তার প্রশ্নে TikTok নিষিদ্ধ করার কথা বলেছিলেন। খবর মিলেছিল ১৫ সেপ্টেম্বরের মধ্যেই আমেরিকা-সহ একাধিক দেশে TikTok এর মালিকানা কিনে নিতে চলেছে Microsoft! সেই খবরে ফের নতুন মোড় যোগ করল টিকটকের বিশ্বব্যাপী মালিকানা বদল হওয়ার জল্পনা। যদিও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি Microsoft ও ByteDance এর পক্ষ থেকে।

আরও পড়ুন: ফের ডিজিটাল স্ট্রাইক! Mi Browser-সহ আরও ১৫টি চিনা অ্যাপ নিষিদ্ধ হল ভারতে!

আগেই Microsoft জানিয়েছিল আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে চিনা সংস্থা ByteDance-এর সঙ্গে TikTok-এর মালিকানা নিয়ে চুক্তি হতে চলেছে। চুক্তি হয়ে গেলে Microsoft এর হাতে চলে আসবে কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দেশে TikTok-এর মালিকানা। এবার কি সেই তালিকায় সংযুক্তি ভারতেরও? জল্পনা তুঙ্গে।

.