এ মাসেই ভারতে লঞ্চ হচ্ছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Mi 10

জেনে নিন ভারতে Mi 10-এর লঞ্চের দিন ক্ষণ সম্পর্কে...

Edited By: সুদীপ দে | Updated By: Mar 22, 2020, 08:51 PM IST
এ মাসেই ভারতে লঞ্চ হচ্ছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Mi 10

নিজস্ব প্রতিবেদন: অবশেষে প্রতিক্ষার অবসান। জানা গেল ভারতে Mi 10-এর লঞ্চের দিন ক্ষণ। সম্প্রতি সংস্থার অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে জানানো হয়েছে আগামী ৩১ মার্চ দুপুর ১২টা ৩০ মিনিট নাগাদ। এই ফোনে থাকছে Sony IMX686 সেন্সর। Samsung-এর ISOCell প্রযুক্তিতে তৈরী এই ক্যামেরায় একদম কম আলোতেও ছবি তোলা সম্ভব। এই ফোনের দাম সম্পর্কে এখনও কিছু জানায়নি সংস্থা। দেখে নিন Mi 10-এর সম্ভাব্য স্পেসিফিকেশন...

Mi 10-এর সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন:

১) এই ফোনে থাকছে ৬.৬৭ ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে।

২) Mi 10-এ ৮ থেকে ১২ পর্যন্ত জিবি RAM থাকতে পারে বলে জানা গিয়েছে। থাকছে Snapdragon 865 SoC প্রসেসর।

৩) Mi 10-এর মূল আকর্ষণ এবং কেনার কারণ হবে অবশ্যই এর ক্যামেরা সেটআপ। ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ১৩ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গল সেন্সর + ২ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ক্যামেরা থাকছে Mi 10-এ।

আরও পড়ুন: বিশ্ববাজারে প্রকাশের আগেই ফাঁস হল Nokia 1.3-এর স্পেসিফিকেশন

৪) ব্যাটারির দিকেও নজর দিয়েছে Xiaomi। থাকছে 30W ফাস্ট চার্জিংয়ের সুবিধা-সহ ৪,৭৮০ mAh ব্যাটারি।

দামেরা ব্যাপারে এখনও স্পষ্টভাবে কিছু জানায়নি সংস্থা।

.