বিশ্ববাজারে প্রকাশের আগেই ফাঁস হল Nokia 1.3-এর স্পেসিফিকেশন

মার্কিন ব্লগার ইভান ব্লাস সম্প্রতি তার নিজস্ব টুইটার হ্যান্ডেলে প্রকাশ্যে এনেছে Nokia 1.3-এর ছবি। এছাড়াও জানা গিয়েছে এই ফোনের স্পেসিফিকেশন।

Edited By: সুদীপ দে | Updated By: Mar 22, 2020, 04:32 PM IST
বিশ্ববাজারে প্রকাশের আগেই ফাঁস হল Nokia 1.3-এর স্পেসিফিকেশন

নিজস্ব প্রতিবেদন: ফিনল্যান্ডের সংস্থা Nokia এবার বিশ্ব বাজারে নিয়ে আসছে তার নতুন মডেল। চলতি সপ্তাহেই লঞ্চ করেছে Nokia C2। আর খুব শীঘ্রই লঞ্চ করবে Nokia 1.3। চলতি মাসেই হয়তো লাঞ্চ করতে পারে এই ফোন। কিন্তু ভারতের বাজারে কবে লঞ্চ করবে এই ফোন তা এখনও সঠিক ভাবে জানা যায়নি। মার্কিন ব্লগার ইভান ব্লাস সম্প্রতি তার নিজস্ব টুইটার হ্যান্ডেলে প্রকাশ্যে এনেছে Nokia 1.3-এর ছবি। এছাড়াও জানা গিয়েছে এই ফোনের স্পেসিফিকেশন। যদিও এর সঠিক দাম এখনও জানা যায়নি। HMD Global সর্বপ্রথম এই ফোন নিয়ে আসবে।

Nokia 1.3-এর স্পেসিফিকেশন:

১) এই ফোনে থাকছে ১ জিবি RAM ও ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।

২) এই ফোনের পিছনে থাকছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা ও সামনে থাকছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।

৩) ৫.৪৫ ইঞ্চির ডিসপ্লে থাকছে এই ফোনে।

৪) ব্যাটারি থাকছে ৪০০০ mAh।

আরও পড়ুন: করোনা-আক্রান্তকে সহজেই শনাক্ত করতে আবিষ্কার হল স্মার্ট হেলমেট!

৫) এই ফোনে Android v9.0 (Pie) অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।

৬) ৩.৫ মিমি অডিও জ্যাক থাকছে এই ফোনে।

৭) কোনরকম ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে না এই ফোনে।

৮) একটি রঙে পাওয়া যাবে এই ফোন, কালো।

.