মিলেমিশে এক হচ্ছে WhatsApp, Instagram আর FB Messenger!

এই তিনটি অ্যাপ জুড়ে গেলে কী কী সুবিধা বা অসুবিধা হতে পারে, জেনে নিন...

Updated By: Jan 28, 2019, 03:07 PM IST
মিলেমিশে এক হচ্ছে WhatsApp, Instagram আর FB Messenger!

নিজস্ব প্রতিবেদন: কিছুদিন আগেই নিরাপত্তা বাড়ানো হয়েছে জনপ্রিয়তার শীর্ষে থাকা মেসেজিং অ্যাপ WhatsApp-এর। WhatsApp-এর চ্যাটে ঢুকতে গেলেই এ বার ‘ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন’-এর প্রয়োজন হবে। আশা করা হচ্ছে খুব দ্রুতই ‘ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন’ ব্যবস্থা WhatsApp-এ চালু হয়ে যাবে। এর মধ্যেই বড়সড় পরিবর্তনের পথে হাঁটতে চলেছেন Facebook, WhatsApp, Instagram-এর কর্ণধার মার্ক জুকেরবার্গ। জানা গিয়েছে, এ বার একসঙ্গে জুড়ে যেতে চলেছে Facebook Messenger, WhatsApp আর Instagram।

আরও পড়ুন: সতর্ক থাকুন ‘SIM SWAP’ জালিয়াতি থেকে! না হলেই হারাবেন সর্বস্ব!

সম্প্রতি নিউইয়র্ক টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে এমনই ইঙ্গিত মিলেছে। সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে, মূলত সংস্থার বিজ্ঞাপন দেওয়ার উদ্দেশ্যেই একই মেসেজিং প্ল্যাটফর্মে এই তিনটি জনপ্রিয় অ্যাপকে নিয়ে আসা হচ্ছে। অনেকেই মনে করছেন, চ্যাট সার্ভিস থেকে আরও বেশি তথ্য সংগ্রহ করে বিজ্ঞাপন দেওয়ার উদ্দেশ্যেই Facebook Messenger, Instagram ও WhatsApp মিলিত করা হচ্ছে। কী ভাবে এই প্রক্রিয়া কাজ করবে, তা নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক চলছে। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই কমন মেসেজিং প্ল্যাটফর্মে থাকবে ‘এন্ড টু এন্ড’ এনক্রিপশন। যার ফলে বার্তা যাকে উদ্দেশ্য করে পাঠানো হচ্ছে, শুধুমাত্র তিনিই তা পড়তে পারবেন। তবে গোটা বিষয়টাই এখন পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে বলে জানা গিয়েছে।

.