দায় স্বীকার করে ফেসবুকের নিরাপত্তা আঁটোসাঁটো করার প্রতিশ্রুতি জুকারবার্গের
আগামী মাসেই ফেসবুকে আসছে একটি নতুন টুল। যার মাধ্যমে ফেসবুক ব্যবহারকারী নিজেই দেখে নিতে পারবেন, কোন কোন অ্যাপের সঙ্গে তিনি ব্যক্তিগত তথ্য শেয়ার করছেন।
নিজস্ব প্রতিবেদন: আমিই ফেসবুক তৈরি করেছি। তাই এই প্ল্যাটফর্মে যা হবে, তার দায়ও আমার। তথ্যফাঁস কেলেঙ্কারি নিয়ে মন্তব্য মার্ক জুকারবার্গের।
কেমব্রিজ অ্যানালেটিকা-কাণ্ডে এই প্রথম নীরবতা ভাঙলেন ফেসবুক কর্ণধার। আজ নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে তথ্য কেলেঙ্কারি নিয়ে ভুল স্বীকার করেন তিনি। মানুষের তথ্যকে নিরাপদে রাখার প্রাথমিক দায় যে তাঁরই, মেনে নিয়েছেন তা-ও।
তথ্যফাঁস কেলেঙ্কারির খবর সামনে আসতেই গতকাল দিনভর কংগ্রেস-বিজেপি চাপানউতোরে উত্তাল হয়েছে সংসদ। জুকারবার্গ ফেসবুকে জানান, এই ঘটনা ভারতের নির্বাচনকে যাতে প্রভাবিত না করতে পারে, তার দিকে নজর রাখা হবে।
আরও পড়ুন- ফেসবুক ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নির্বাচন জিততে চাইছে কংগ্রেস? প্রশ্ন রবিশঙ্করের
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সেশ্যাল মিডিয়া সাইটের নিরাপত্তা আঁটোসাঁটো করতে আরও কিছু পদক্ষেপের কথা ঘোষণা করেছেন তিনি। লিখেছেন, আগামী মাসেই ফেসবুকে আসছে একটি নতুন টুল। যার মাধ্যমে ফেসবুক ব্যবহারকারী নিজেই দেখে নিতে পারবেন, কোন কোন অ্যাপের সঙ্গে তিনি ব্যক্তিগত তথ্য শেয়ার করছেন।