#BeMyEyes, অ্যাপের সাহায্যে এবার দৃষ্টিদান

এবার স্মার্টফোনের সাহায্যে করা যাবে দৃষ্টিদান। বি মাই আইজ অ্যাপের সাহায্যে দৃষ্টিহীনরা যোগাযোগ করতে পারবেন ভল্যান্টিয়ারদের সঙ্গে। যাদের সাহায্যে তারা টাকা গুণতে পারবেন, পছন্দ করতে পারবেন পোশাক, এমনকী ব্রাউজ করতে পারবেন ইন্টারনেটেও।

Updated By: Jul 20, 2015, 08:08 PM IST
#BeMyEyes, অ্যাপের সাহায্যে এবার দৃষ্টিদান

ওয়েব ডেস্ক: এবার স্মার্টফোনের সাহায্যে করা যাবে দৃষ্টিদান। বি মাই আইজ অ্যাপের সাহায্যে দৃষ্টিহীনরা যোগাযোগ করতে পারবেন ভল্যান্টিয়ারদের সঙ্গে। যাদের সাহায্যে তারা টাকা গুণতে পারবেন, পছন্দ করতে পারবেন পোশাক, এমনকী ব্রাউজ করতে পারবেন ইন্টারনেটেও।

সরাসরি ভিডিও কলের সাহায্যে দৃষ্টিহীনরা বিভিন্ন প্রশ্ন করতে পারবেন সেচ্ছাসেবকদের। এই অ্যাপে দৃষ্টিহীন ব্যক্তিদের জন্য থাকবে ক্যামেরা। যার দ্বারা সেচ্ছাসেবকরা দেখতে পাবেন কী রয়েছে তাদের সামনে। তখন তারাই ভিডিও কলের মাধ্যমে সেই বস্তুর সম্পূর্ণ বিবরণ দেবেন দৃষ্টিহীনদের।

এই মুহূর্তে এই অ্যাপের সাহায্যে ২৩,০০০ দৃষ্টিহীন ইউজার উপকৃত হচ্ছেন ১৯,০০০ সেচ্ছাসেবকদের দ্বারা।

 

.