হোয়াটসঅ্যাপের বিরক্তিকর ‘গুড মর্নিং’ মেসেজ থেকে কীভাবে মুক্তি পাবেন? জেনে নিন
রোজকার বিরক্তিকর হোয়াটস অ্যাপের এই গুড মর্নিং মেসেজে নষ্ট হয় ডেটা এবং স্টোরেজ। কীভাবে এর থেকে মুক্তি পাবেন?
Updated By: Jan 28, 2018, 08:35 PM IST
নিজস্ব প্রতিবেদন: রোজ সকালে গাদা গাদা গুড মর্নিং মেসেজ হাঁফিয়ে উঠেছে জনজীবন। সকাল হলেই সবাই মিলে একে অপরকে গুড মর্নিং মেসেজ পাঠাতে শুরু করে। কে পছন্দ করল, কে অপছন্দ করল, তার কোনও গুরুত্বই নেই। রোজকার বিরক্তিকর হোয়াটস অ্যাপের এই গুড মর্নিং মেসেজে নষ্ট হয় ডেটা এবং স্টোরেজ। কীভাবে এর থেকে মুক্তি পাবেন? সব থেকে সহজ উপায়টা জেনে নিন-
আরও পড়ুন : গ্রাহকদের জন্য চমকদার অফার এয়ারটেলের
১) আপনার গ্যালারি ওপেন করুন।
২) সেখান থেকে হোয়াটস অ্যাপ ইমেজ ফোল্ডার খুলুন।
৩) এবার সেখান থেকে আপনি যে যে ছবি আপনার ফোনে রাখতে চান না, সেগুলো সিলেক্ট করে ডিলিট করে দিন।
আরও পড়ুন : ‘ফেস আনলক’ ফিচার নিয়ে এল ‘Honor View 10’