২ হাজার টাকা ক্যাশব্যাক অফার আইডিয়ার, জানুন কীভাবে পাবেন
আইডিয়ার এই দুর্দান্ত ক্যাশব্যাক অফার পাওয়ার জন্য কী করতে হবে জানেন?
![২ হাজার টাকা ক্যাশব্যাক অফার আইডিয়ার, জানুন কীভাবে পাবেন ২ হাজার টাকা ক্যাশব্যাক অফার আইডিয়ার, জানুন কীভাবে পাবেন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/02/23/110071-idea-23-2-18.gif)
নিজস্ব প্রতিবেদন: ক্যাশব্যাক অফারেও শুরু হয়েছে প্রতিযোগিতা। এয়ারটেলের পর এবার ২ হাজার টাকা ক্যাশব্যাক অফার নিয়ে এলো আইডিয়া সেলুলার। আইডিয়ার প্রিপেইড এবং পোস্টপেইড উভয় গ্রাহকদের জন্যই এই অফার প্রযোজ্য। তবে, আইডিয়ার এই অফারের পাওয়ার জন্য আপনাকে নতুন একটি ৪জি স্মার্টফোন কিনতে হবে।
আরও পড়ুন : ১০৯ টাকায় নতুন অফার আইডিয়ার
আইডিয়ার প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকরা যাঁরা নতুন ৪জি স্মার্টফোন কিনবেন, তাঁরাই পেয়ে যাবেন ২ হাজার টাকার এই ক্যাশব্যাক অফার। আইডিয়ার এই ক্যাশব্যাক অফারের বৈধতা ৩৬ মাস পর্যন্ত। আইডিয়ার এই দুর্দান্ত ক্যাশব্যাক অফার পাওয়ার জন্য গ্রাহকদের প্রথম ১৮ মাসের মধ্যে ৩ হাজার টাকা দিয়ে রিচার্জ করতে হবে, তাহলেই তাঁরা ৭৫০ টাকা ক্যাশব্যাক পাবেন। এবং পরবর্তী ১৮ মাসে ওই একই ৩ হাজার টাকার রিচার্জ করলেই ১২৫০ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। তবে, আইডিয়ার এই অফার পাওয়ার শেষ তারিখ ৩০ এপ্রিল ২০১৮ পর্যন্ত।
আরও পড়ুন : ২ হাজার টাকা ক্যাশব্যাক এয়ারটেলের, জানুন কীভাবে পাবেন