সেকেন্ডের মধ্যে ওয়েব বিশ্বে যা হয়ে চলছে
Updated By: Feb 16, 2016, 12:35 PM IST
এক পলকেই চলে যায় একটা সেকেন্ডে। আমরা এমন কত সেকেন্ড নষ্ট করে ফেলি। কিন্তু জানেন কি এই সেকেন্ডেই কত কী ঘটে যায় ইন্টারনেট বিশ্বে। সেগুলিই থাকল এক নজরে
প্রতি সেকেন্ডে পাঁচটা নতুন প্রোফাইল খোলা হয় ফেসবুকে
প্রতি সেকেন্ডে দুটো করে নতুন লিঙ্কডিন প্রোফাইল খোলা হয়
প্রতি সেকেন্ডে ৭ হাজার ১১৩টি টুইট করা হয়
প্রতি সেকেন্ডে ৫২ হাজার ৮৯৬ বার গুগল সার্চ করা হচ্ছে।
প্রতি সেকেন্ডে স্কাইপে ২ হাজার ২৮টা কল হচ্ছে।
প্রতি সেকেন্ডে ফেসবুকে গড়ে ২ হাজার ২৬৬টি ফোটো আপলোড হচ্ছে, ৪ হাজার ৮৮৩টা স্ট্যাটাস আপডেট হচ্ছে
প্রতি সেকেন্ডে ২৪,৬৬,৭৯১টি স্পাম মেল পাঠানো হচ্ছে।
প্রতি সেকেন্ডে ইনস্টাগ্রামে ৪৮৫টি ফোটো আপলোড হচ্ছে।
প্রতি সেকেন্ডে ইন্টারনেটে ৩২ হাজার ৯৯০ জিবি ট্রাফিক ব্যবহার হচ্ছে